আপডেট

x


সাকিবের অলরাউন্ড নৈপুণ্যে দারুণ জয় পেল জ্যামাইকা

সোমবার, ০৭ আগস্ট ২০১৭ | ১০:৪০ অপরাহ্ণ | 1118 বার

সাকিবের অলরাউন্ড নৈপুণ্যে দারুণ জয় পেল জ্যামাইকা

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ-সিপিএলে দারুণ পারফর্ম করে যাচ্ছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। প্রথম ম্যাচে জয় না পেলেও দ্বিতীয় ম্যাচে সাকিবের অলরাউন্ড নৈপুণ্যে বার্বাডোস ট্রাইডেন্টসকে ১২ রানে হারিয়েছে জ্যামাইকা তালওয়াস।

ফ্লোরিডায় টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় জ্যামাইকা। ২০ ওভারে ৫ উইকেটে ১৫৪ রান করে সাকিবরা। দলের পক্ষে ম্যাকার্থি সর্বোচ্চ ৬০ রান করেন। সাকিব ৩২ বলে ৫ চার ও ১ ছক্কায় ৪৪ রানে অপরাজিত ছিলেন।



জবাবে ব্যাট করতে নেমে ১৪২ রান তুলতেই অলআউট হয়ে যায় ট্রাইডেন্টস। কাইরান পোলার্ড ৬২ রানের ইনিংস খেলেন। মোহাম্মদ সামি একাই ৪ উইকেট নিয়ে বার্বাডোসের ইনিংসে ধস নামান।

বল হাতে সাকিব তুলে নেন ওয়াইন পার্নেলের উইকেটটি। এর আগে নিজেদের প্রথম ম্যাচে ব্যাট হাতে সফল না হলেও বল হাতে তিনি নেন ১ উইকেট।

মন্তব্য করতে পারেন...

comments


deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত

design and development by : http://webnewsdesign.com