সাইফুর রহমান ছিলেন বাংলাদেশর গর্ব
- আপডেটের সময় : ০৬:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২০
- / ৪৩০ টাইম ভিউ
সাইফুর রহমান ছিলেন বাংলাদেশর গর্ব
বৃহত্তর সিলেট বিভাগ উন্নয়নের রুপকার, সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী মরহুম এম সাইফুর রহমানের ১১তম মৃত্যুবার্ষিকীতে মধ্যপ্রাচ্য বিএনপি সম্মেলিত সমন্বয়ে ভার্চ্যুয়াল দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় গতকাল সোমবার ৭ই সেপ্টেম্বর বিশ্বের বিভিন্ন দেশের বিএনপি এবং অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন
সাইফুর রহমান শুধু সিলেটের নয়, তিনি ছিলেন গোটা দেশের গর্ব। অর্থমন্ত্রী হিসেবে তিনি সফল ছিলেন। তার প্রচেষ্ঠায় এ দেশের অর্থনীতির ভিত অনেক শক্তিশালী হয়েছে।”তার সুযোগ্য প্রচেষ্টায় বাংলাদেশ সরকার এখন কারও মুখাপেক্ষী না হয়ে নিজেই দেশের বাজেট উপস্থাপন করতে পারে।”বাংলাদেশের রাজনীতিতে সাইফুর রহমান ছিলেন এক অনন্য ব্যক্তিত্ব। মাতৃভূমির স্বাধীনতা ও জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তিনি সবসময় থেকেছেন সামনের কাতারে।’
‘সাইফুর রহমান একজন কীর্তিমান অর্থমন্ত্রী হিসেবে দেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে যুগান্তকারী
অবদান রেখেছেন। তার দক্ষ রাষ্ট্রীয় অর্থনৈতিক ব্যবস্থাপনায় বাংলাদেশ আন্তর্জাতিক সুনাম অর্জন করে। তিনি স্বদেশের উন্নয়ন ও অগ্রগতির অন্যতম পথিকৃত।
ভার্চ্যুয়াল আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিএনপির কেন্দ্রীয নির্বাহী কমিটির সদস্য মধ্যপ্রাচ্য সাংগঠনিক সমন্বয়ক সৌদিআরব বিএনপির সভাপতি আহমদ আলী মুকিব সভা পরিচালনা করেন কাতার বিএনপির সাধারন সম্পাদক শরিফুল হক সাজু ।
সভায় প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন এম নাসের রহমান, সভাপতি মৌলভীবাজার জেলা বিএনপি, সাবেক সংসদ সদস্য ও এম. সাইফুর রহমান স্মৃতি পরিষদের প্রধান পৃষ্ঠপোষক ।বিশেষ অতিথি:- জনাব এম এ মালেক সভাপতি যুক্তরাজ্য বি এন পি সদস্য বি এন পি কেন্দ্রীয় কমিটি , জনাব শরাফত হোসেন বাবু সাবেক সভাপতি যুক্তরাষ্ট্র বিএনপি , জনাব ফয়জুল হক ময়ুন সিনিয়র সহ সভাপতি মৌলভীবাজার জেলা বি এন পি , জনাব আলী আহমদ সাবেক সাধারন সম্পাদক সিলেট জেলা বি এন পি, জনাব এম এ কাইয়ুম চৌধুরী মরহুম এম সাইফুর রহমান সাহেবের সাবেক রাজনৈতিক সচিব, জনাব জাকির হুসেন সভাপতি সংযুক্ত আরব আমিরাত বি এন পি ,
জনাব নুরুল ইসলাম মাস্টার আহবায়ক কুয়েত বিএন পি ,আহমদ সাজা সভাপতি বেলজিয়াম বিএনপি , আকুল মিয়া সভাপতি জার্মান বিএনপি ,হামিদুল নাসির সভাপতি আয়ারল্যান্ড বিএনপি , বজরুল ইসলাম চৌধুরী সভাপতি ক্যালিফনিয়া বিএনপি যুক্তরাষ্ট্রে , মুয়াজ্জেম হুসেন মাতুক
সহ সভাপতি মৌলভীবাজার জেলা বি এন পি , এডভোকেট আবেদ রেজা সহ সভাপতি মৌলভীবাজার জেলা বি এন পি , জনাব এ জি এম শামছুল হক যুগ্ন সম্পাদক ঢাকা মহানগর দক্ষিন বি এন পি সরকারি তিতুমির কলেজ সবেক ভিপি , মনিরুজ্জামান তপন সাধারন সম্পাদক সৌদিআরব বিএনপি ,কেফায়েত উল্লাহ কিসমত সহসভাপতি সৌদিআরব বিএনপি , শওকত আলী সদস্য সচিব কুয়েত বিএনপি , শহিদুল ইসলাম মামুন সাবেক সিনিয়র যুগ্ন সম্পাদক ইউকে বি এন পি , মুস্তাক খান যুগ্ন সম্পাদক জার্মান বিএনপি , আলম হোসেন সিনিয়র যুগ্ন সম্পাদক বেলজিয়াম বিএনপি , মমিনুর রহমান জুনেদ সাধারন সম্পাদক নরওয়ে বিএনপি খলিলুর রহমান খোকন ইতালী বিএনপি নেতা ,জনাব আবুল কালাম সাধারণ সম্পাদক নিউজার্সি বিএনপি যুক্তরাষ্ট্রে , নুরুল আলম সহ সভাপতি আরব আমিরাত বি এন পি , হাবিবুর রহমান হাবিব সহ সভাপতি কাতার বি এন পি , কুয়েত বি এন পি নেতা সোয়েব আহমদ , মাইন উদ্দিন ,আব্দুল আজিজ মিন্টু , ফয়সাল আহমেদ ,মাহফুজুর রহমান,শেখ নিজামুর রহমান টিপু,আনোয়া হোসেন, সুমন আহমেদ আনসারী,গাজী বাবুল মিয়া যুগ্ন সম্পাদক কাতার বি এন পি , মনোয়ার আহমদ রহমান সদস্য সচিব মৌলভীবাজার পৌর বি এন পি , মাষ্টার মোঃ আলমগীর হোসেন আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস কেন্দ্রীয় নির্বাহী কমিটি , মমতাজ আলো আন্তর্জাতিক সম্পাদক কেন্দ্রীয় মহিলা দল , আজিম উদ্দিন যুগ্ন সম্পাদক ইউ কে সেচ্ছাসেবক দল,কাওছার আহমদ সাধারন সম্পাদক জাসাস যুক্তরাষ্ট্রে , আহমদ সাদিক সভাপতি মাহবুব আলী খান সংসদ ইউকে , শামসুন নাহার স্বপ্না মহিলা সম্পাদিকা ইউ এ ই বি এন পি ,বাহরাইন বিএনপি নেতা সাহেদুর রহমান, মুস্তাক আজিজ মান্না , আতাউর রহমান ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আল আইন বি এন পি ইউ এ ই , সুলেমান বেগ সাধারন সম্পাদক ইতালী নেপোলী শাখার , শাকের মাহমুদ,সাবেক সিলেট জেলা যুবদল প্রমুখ ।অনুষ্টান শেষে দোয়া পরিচালনা করেন মৌলানা মোহাম্মদ আব্দুল্লাহ সহ সভাপতি ইউ এ ই বি এন পি ।