আপডেট

x


সাংবাদিক শাহ আলমগীরের মৃত্যুতে সিলেট জেলা প্রেসক্লাবের শোক

বৃহস্পতিবার, ২৮ ফেব্রুয়ারি ২০১৯ | ৭:১৯ অপরাহ্ণ | 889 বার

সাংবাদিক শাহ আলমগীরের মৃত্যুতে সিলেট জেলা প্রেসক্লাবের শোক

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক সিনিয়র সাংবাদিক মো. শাহ আলমগীর আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে থাকা অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।



জ্যেষ্ঠ সাংবাদিক শাহ আলমগীরের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন সিলেট জেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ। শোকবার্তায় জেলা প্রেসক্লাবের সভাপতি তাপস দাশ পুরকায়স্থ ও সাধারণ সম্পাদক শাহ্ দিদার আলম নবেল মরহুমের আত্মার শান্তি কামনা করেন। তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, বরেণ্য সাংবাদিক মো. শাহ আলমগীরের প্রয়াণে দেশের অপূরণীয় ক্ষতি হয়ে গেল। বিশেষ করে দেশের সর্বস্তরের সাংবাদিকরা তাদের এক নিবেদিতপ্রাণ ও দায়িত্বশীল অভিভাবককে হারালেন। এ শূণ্যতা পূরণ হওয়ার নয়।

মন্তব্য করতে পারেন...

comments


deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত

design and development by : http://webnewsdesign.com