সরকার মুক্তিযুদ্ধের চেতনার নামে ব্যবসা করছে বলে অভিযোগ করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।
শনিবার বিকেলে ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার গোপিবাগ বাসভবনে আয়োজিত বীর শ্রেষ্ঠ নূর মোহাম্মদের ৪৯ তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলে এসব অভিযোগ করেন তিনি।
এসময় তিনি বীর শ্রেষ্ঠদের আত্মত্যাগকে স্মরণ করে সব ধরণের অন্যায়ের বিরুদ্ধে লড়ায় করার জন্য যুসমাজের প্রতি আহ্বানও জানান।
মিলাদ মাহফিলের আয়োজক বিএনপি চেয়ারপার্সনের বৈদেশিক বিষয়ক উপকমিটির সদস্য ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির সাবেক মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন, সরকারি ভাবে জাতির এই সূর্য সন্তানদের নিয়ে আজ কোন আয়োজন নেই। অথচ এদের জন্যই আমরা এই দেশ পেয়েছি।
এসময় কল্যাণ পার্টির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সৈয়দ মোহাম্মদ ইব্রাহীম, মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত, সাধারণ সম্পাদক সাদেক আহম্মেদ খানসহ কয়েকজন মুক্তিযোদ্ধা বক্তব্য রাখেন।#
deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত
design and development by : http://webnewsdesign.com