আপডেট

x


‘সরকার অবৈধভাবে আসার কারণেই শহিদ-শাহেদ-সাবরিনাদের উত্থান

সোমবার, ২০ জুলাই ২০২০ | ৯:০৯ অপরাহ্ণ | 88 বার

‘সরকার অবৈধভাবে আসার কারণেই শহিদ-শাহেদ-সাবরিনাদের উত্থান

‘সরকার অবৈধভাবে আসার কারণেই শহিদ-শাহেদ-সাবরিনাদের উত্থান’

ভোট ছাড়া রাতের অন্ধকারের সরকার ক্ষমতায় আছে বলেই শহীদ- শাহেদ-সাবরিনাদের উত্থান হয়েছে। এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। সরকারের কড়া সমালোচনা করে রিজভী বলেন, আপনি দিনের ভোট রাতে নিবেন, তাহলে কি সমাজে শহিদ- শাহেদ-সাবরিনার উত্থান হবে না?
ভোট কেন্দ্রে ভোটাররা নেই, নির্বাচন কমিশন বলে দিল- সুষ্ঠু ভোট হয়েছে এবং ৪০ শতাংশ, ৪৫ শতাংশ, ৫০শতাংশ, ৬০শতাংশ, ৭০শতাংশ ভোট কাস্ট হয়েছে। অথচ ভোট কেন্দ্রে ভোটার নেই। চতুষ্পদ জন্তু ঘুরে বেড়াচ্ছে। সংবাদপত্র চাপের মধ্যেও, হুমকির মধ্যেও তারা এগুলো প্রকাশ করেছে, এমনকি আন্তর্জাতিক গণমাধ্যমগুলোও এগুলো প্রকাশ করেছে। তাহলে এই সমাজে শহিদ- শাহেদদের উত্থান হবে না কেন? যারা ভোট নিয়ে জালিয়াতি করে তারা মানুষের অসুস্থতা নিয়ে জালিয়াতি করবে না কেন?



আজ সোমবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী মৎসজীবি দল আয়োজিত ‘করোনাকালীন বাজেটে মৎসজীবি খাতকে উপেক্ষা ও স্বাস্থ্যখাতে সীমাহিন দুর্ণীতি লুটপাট অনিয়ম ও অব্যস্থাপনার’ প্রতিবাদে এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে রিজভী এসব কথা বলেন।

তিনি বলেন, ডানে বামে যা ঘটছে তার প্রতিবাদ না করলে রাজনৈতিক দল হিসেবে আমরা জনগণের প্রতি যে দায়িত্ব, সে দায়িত্ব আমরা পালন করছি না। একটি সরকার জনগণের সমর্থন ছাড়া ক্ষমতায় থাকলে এ রকম শহিদ- শাহেদদের উত্থান হবে, সাবরিনার উত্থান হবে, সম্রাটের উত্থান হবে।

মন্তব্য করতে পারেন...

comments


deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত

design and development by : http://webnewsdesign.com