সরকারি নির্দেশ অমান্য করায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
- আপডেটের সময় : ০৫:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২০
- / ৪৩০ টাইম ভিউ
কুলাউড়ায় সরকারি নির্দেশ অমান্য করে ব্যবসাপ্রতিষ্ঠান খোলা রাখা ও মাস্ক ব্যবহার না করার অপরাধে ৯টি মামলায় ২০ হাজার ৫শ টাকা জরিমানা আরোপ ও তা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১৬ জুলাই) রাতে উপজেলার রবিরবাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার এটিএম ফরহাদ চৌধুরী এর নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ অভিযানে সরকারি নির্দেশ অমান্য করে ব্যবসাপ্রতিষ্ঠান খোলা রাখায় ৭টি প্রতিষ্ঠানকে ১৯ হাজার ৫শ টাকা এবং স্বাস্থ্যবিধি মেনে না চলায় ২ জনকে ১ হাজার টাকাসহ মোট ২০ হাজার ৫শ টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা শেষে স্বাস্থ্যবিধি প্রতিপালন নিশ্চিতকরণে রবিরবাজার গরুর হাট পরিদর্শন করা হয়। এসময় কুলাউড়া থানা পুলিশের একটি টিম ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করে।
কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার এটিএম ফরহাদ চৌধুরী আদালত পরিচালনার সত্যতা নিশ্চিত করে জানান, সরকারি নির্দেশনা বাস্তবায়নে উপজেলা প্রশাসন থেকে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।