আপডেট

x


সন্ত্রাস মোকাবিলায় সেনাবাহিনীকে ব্যবহার করতে চায় অস্ট্রেলিয়া

সোমবার, ১৭ জুলাই ২০১৭ | ১:৫৮ অপরাহ্ণ | 1123 বার

সন্ত্রাস মোকাবিলায় সেনাবাহিনীকে ব্যবহার করতে চায় অস্ট্রেলিয়া

দেশের ভিতরে সন্ত্রাসী হুমকি মোকাবিলায় সেনাবাহিনীকে ব্যবহার করতে চাইছে অস্ট্রেলিয়া। এ জন্য তাদেরকে নতুন করে ক্ষমতা দেয়া হবে। সন্ত্রাস বিরোধী এক রিভিউতে জাতীয় নিরাপত্তা বিষয়ক আইনে এ পরিবর্তনের কথা প্রস্তাব করেছে সরকার। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। এতে বলা হয়েছে, হুমকি মোকাবিলা করতে গিয়ে পুলিশের যখনই প্রয়োজন হবে তখনই তারা অস্ট্রেলিয়ান ডিফেন্স ফোর্সকে (এডিএফ) ডাকতে পারবে। ২০১৪ সালে সিডনিতে একটি জিম্মি দশায় পুলিশ যে গতিতে অভিযান পরিচালনা করেছে তা নিয়ে অনেকটা সমালোচনা হয়েছে। এখন যে আইন আছে তার অধীনে পুলিশ তখনই সেনাবাহিনীকে ডাকতে পারবে যখন তারা অক্ষমতা প্রকাশ করবে অথবা অক্ষমতার সীমায় পৌঁছে যাবে। নতুন আইনের অধীনে পুলিশ বাহিনীকে বিশেষায়িত প্রশিক্ষণ দিতে পারবে সেনাবাহিনী। এক সংবাদ সম্মেলনে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল বলেছেন,  সন্ত্রাস নিয়ে অনেক আলোচনা হয়েছে। তাই তিনি পুলিশ বাহিনী এবং এডিএফের মধ্যে সহযোগিতামুলক সম্পর্ক গড়ে তুলতে চান।



মন্তব্য করতে পারেন...

comments

deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত

design and development by : http://webnewsdesign.com