সতর্কীকরণ বিজ্ঞপ্তি
- আপডেটের সময় : ০৪:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২০
- / ১২৫৬ টাইম ভিউ
আমরা মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার মনছড়া বস্তি, মনছড়া পান পুঞ্জি ও প্রতাবী গ্রামের পক্ষ থেকে সতর্কীকরণ বিজ্ঞপ্তির মাধ্যমে জানাচ্ছি যে, সাম্প্রতিককালে জানতে পারলাম, জোবেদা টি কোম্পানীর কালিটি চা বাগান অবৈধভাবে মনছড়া মৌজার সাবেক দাগ নং-৫৯, ৭৪, ৬৮, ৭০ ও ৭৫ এই পাঁচটি দাগে মোট ২৮৬ একর জমি চা চাষের জন্য বন্দোবস্ত নিয়েছেন। যা বিধিবহিভর্‚ত। উক্ত দাগে আমরা ৩৫০টি পরিবার এবং ১৫টি আদিবাসী পরিবার প্রায় ৭০-৮০ বৎসর যাবত শান্তিপুর্ণ ভাবে বসবাস করছি। আমরা এই এলাকার ভোটার। আমাদের জাতীয় পরিচয়পত্রও রয়েছে। আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে গড়ার জন্য সরকার একটি প্রাথমিক বিদ্যালয় নির্মাণ করেছে। সরকার প্রায় তিন কিলোমিটার বিদ্যুতায়ন করেছে। রয়েছে তিনটি মসজিদ। এখানে আমরা আম, কাঁঠাল, সেগুন, পান, লিচু, লেবু, আনারস, কলা সহ সামাজিক বনায়ন ও ধান চাষাবাদ করছি। এছাড়াও ঐ এলাকা বন্যপ্রাণীর নিরাপদ আশ্রয়স্থল। আমরা জানতে পারলাম অতি গোপনে কালিটি চা বাগান ঐ ভূমি বিক্রি করার পায়তারা করছে। এখানে আমাদের প্রায় ২৪টি স্বত্ব মামলা রয়েছে। যদি কোন ক্রেতা না জেনে উক্ত ভূমি ক্রয় করেন তবে বস্তিবাসী ও পুঞ্জিবাসীর সাথে দ্বন্দ ও কোন্দল সৃষ্টি হতে পারে। তাই ওই ভূমি ক্রয় থেকে বিরত থাকার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি।
বিনীত-মনছড়া বস্তি ও মনছড়া পান পুঞ্জিবাসী, প্রতাবী এলাকাবাসী।