ঢাকা , বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
আপডেট :
পর্তুগালে মানবিক সেচ্ছাসেবী সংগঠন “সদিচ্ছা ফাউন্ডেশন” এর লোগো সম্বলিত টি শার্ট উন্মোচন যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালন করেছে দূতাবাস রোম পর্তুগাল জাসাসের আলিসবনে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত বাংলাদেশ কনস্যুলেট জেনারেল মিলানের আয়োজনে মহান বিজয় দিবস পালিত মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা করেছে সম্মিলিত নাগরিক কমিটি ভেনিস বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনফালকনে গরিঝিয়া শাখা ইতালির আয়োজনে বাংলাদেশের ৫৩ তম বিজয় দিবস উদযাপন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রোমে সিলেট বিভাগ জাতীয়তাবাদী যুবদল গঠন সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রবাসীদের নিয়ে পঞ্চগ্রাম প্রবাসী উন্নয়ন ফোরামের ৭৭ বিশিষ্ট কমিটি গঠন সুয়েব এবং রুবিয়াত আফরিনা ১৮তম বিবাহ বার্ষিকী উদযাপন করেছেন অ্যামাজন জঙ্গলে

সকলের ভালবাসা নিয়ে সুন্দর মডেল শরিফপুর গড়তে চাই —এমডি আবুল হোসেন

নিউজ ডেস্ক
  • আপডেটের সময় : ০১:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২০
  • / ১৬৭৬ টাইম ভিউ

আসলামুআলাইকুম ১১নং শরীফপুরবাসীসহ সকলকে জানাই জুম্মা মোবারক, ও
গত ১৪/০৬/২০২০ আমার সম্মানিত আব্বা মৃত্যুবরণ করেছেন সকলের কাছে দোয়া চাই।
১১নং শরীফপুর ও ছাত্রদল নিয়ে কিছু কথা আমার জন্ম গ্রামের একান্নবর্তী পরিবার থেকে বেড়ে উঠা, যখন আমি ক্লাস ওয়ানে পড়ি তখন থেকে ক্লাস সিক্স পর্যন্ত আমাকে প্রাইভেট পড়াতেন তৎকালীন সময়ের ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নাম বললাম না উনি এখন সরকারী চাকুরীজীবি।তখন পড়ার পাশাপাশি স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমান ও জাতীয়তাবাদী গল্প শুনতাম সে সময় আমার মেজ চাচা ছিলেন জাতীয়তাবাদী আদর্শের নিবেদিত সৈনিক।
সে সময় জাতীয়তাবাদী দলের প্রেমে পড়ি সেই স্কুল জীবন থেকে ১১নং শরীফপুর ইউনিয়ন ছাত্রদলে দলের মূল ধারায় রাজনীতি করি নিবেদিত ভাবে। দলে দুইরকম লোক থাকে সুবিধাবাদী ও সুবিধাভোগী আমার বুঝামতো দুইটি জাতীয় নির্বাচন দেখেছি তখনই দলের আদর্শ মেনে ধানের শীষের জন্য কাজ করি। যতটুকু মনে পড়ে হাতেগুনা কয়েকজনের মধ্যে ছিলাম বাকী অনেক সুবিধাভোগীরা ব্যক্তি রাজনীতিতে মগ্ন ছিলেন। বুকে হাত দিয়ে বলতে পারি কখনো দলের সাথে বেইমানী করিনি, করবো না কখনো। যাইহোক সেই ১১নং শরীফপুর, ২০০৯ সালে কুলাউড়া উপজেলা ছাত্রদলে আহ্বায়ক কমিটির সদস্য ছিলাম, পাশাপাশি সিলেটের অন্যতম বিদ্যাপিট এম সি কলেজে, ও সিলেট মহানগর ছাত্রদল,সাবেক সহ -মানবাধিকার সম্পাদক, ও সহ -সাধারণ সম্পাদক,
সিলেট ল,কলেজে ছাত্রদল করি।
কুলাউড়ায় দলের মনোনীত প্রার্থী সম্মানিত এড.আবেদ রাজা ভাইয়ের সাথে, মৌলভীবাজারে সম্মানিত ছাত্রদলের সোনালি ফসল সম্মানিত জাকির হোসেন উজ্জ্বল ভাইয়ের নেতৃত্বে, ও কুলাউড়ায় সম্মানিত কাউসার আহমদ নিপার ভাইয়ের ভালবাসা নিয়ে,
সিলেটে আমার রাজনৈতিক অভিভাবক জনাব এড.জামান ভাইয়ের দিক নিদর্শনায় আজো সিলেট মহানগর রাজনীতি করি, করবো ইনশাআল্লাহ।
পরিশেষে কথাহলো আমি স্বপ্ন দেখি আমার জন্মস্থল ১১নং শরীফপুর নিয়ে ও জাতীয়তাবাদী দলেসহ সকলের ভালবাসা নিয়ে সুন্দর মডেল শরীফপুর গড়তে।
আমার বিশ্বাস জাতীয়তাবাদী দল দলের সুবিধাবাদী, সুবিধাভোগী, হঠাৎ রাজনীতিতে আসা দলছুট লোকদেরকে মূল্যায়ন না করে, নিবেদিত দলের আদর্শের লোকদেরকে মূল্যায়ন করবেন। “নামে নয় কর্মেই হউক পরিচয় “

পোস্ট শেয়ার করুন

সকলের ভালবাসা নিয়ে সুন্দর মডেল শরিফপুর গড়তে চাই —এমডি আবুল হোসেন

আপডেটের সময় : ০১:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২০

আসলামুআলাইকুম ১১নং শরীফপুরবাসীসহ সকলকে জানাই জুম্মা মোবারক, ও
গত ১৪/০৬/২০২০ আমার সম্মানিত আব্বা মৃত্যুবরণ করেছেন সকলের কাছে দোয়া চাই।
১১নং শরীফপুর ও ছাত্রদল নিয়ে কিছু কথা আমার জন্ম গ্রামের একান্নবর্তী পরিবার থেকে বেড়ে উঠা, যখন আমি ক্লাস ওয়ানে পড়ি তখন থেকে ক্লাস সিক্স পর্যন্ত আমাকে প্রাইভেট পড়াতেন তৎকালীন সময়ের ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নাম বললাম না উনি এখন সরকারী চাকুরীজীবি।তখন পড়ার পাশাপাশি স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমান ও জাতীয়তাবাদী গল্প শুনতাম সে সময় আমার মেজ চাচা ছিলেন জাতীয়তাবাদী আদর্শের নিবেদিত সৈনিক।
সে সময় জাতীয়তাবাদী দলের প্রেমে পড়ি সেই স্কুল জীবন থেকে ১১নং শরীফপুর ইউনিয়ন ছাত্রদলে দলের মূল ধারায় রাজনীতি করি নিবেদিত ভাবে। দলে দুইরকম লোক থাকে সুবিধাবাদী ও সুবিধাভোগী আমার বুঝামতো দুইটি জাতীয় নির্বাচন দেখেছি তখনই দলের আদর্শ মেনে ধানের শীষের জন্য কাজ করি। যতটুকু মনে পড়ে হাতেগুনা কয়েকজনের মধ্যে ছিলাম বাকী অনেক সুবিধাভোগীরা ব্যক্তি রাজনীতিতে মগ্ন ছিলেন। বুকে হাত দিয়ে বলতে পারি কখনো দলের সাথে বেইমানী করিনি, করবো না কখনো। যাইহোক সেই ১১নং শরীফপুর, ২০০৯ সালে কুলাউড়া উপজেলা ছাত্রদলে আহ্বায়ক কমিটির সদস্য ছিলাম, পাশাপাশি সিলেটের অন্যতম বিদ্যাপিট এম সি কলেজে, ও সিলেট মহানগর ছাত্রদল,সাবেক সহ -মানবাধিকার সম্পাদক, ও সহ -সাধারণ সম্পাদক,
সিলেট ল,কলেজে ছাত্রদল করি।
কুলাউড়ায় দলের মনোনীত প্রার্থী সম্মানিত এড.আবেদ রাজা ভাইয়ের সাথে, মৌলভীবাজারে সম্মানিত ছাত্রদলের সোনালি ফসল সম্মানিত জাকির হোসেন উজ্জ্বল ভাইয়ের নেতৃত্বে, ও কুলাউড়ায় সম্মানিত কাউসার আহমদ নিপার ভাইয়ের ভালবাসা নিয়ে,
সিলেটে আমার রাজনৈতিক অভিভাবক জনাব এড.জামান ভাইয়ের দিক নিদর্শনায় আজো সিলেট মহানগর রাজনীতি করি, করবো ইনশাআল্লাহ।
পরিশেষে কথাহলো আমি স্বপ্ন দেখি আমার জন্মস্থল ১১নং শরীফপুর নিয়ে ও জাতীয়তাবাদী দলেসহ সকলের ভালবাসা নিয়ে সুন্দর মডেল শরীফপুর গড়তে।
আমার বিশ্বাস জাতীয়তাবাদী দল দলের সুবিধাবাদী, সুবিধাভোগী, হঠাৎ রাজনীতিতে আসা দলছুট লোকদেরকে মূল্যায়ন না করে, নিবেদিত দলের আদর্শের লোকদেরকে মূল্যায়ন করবেন। “নামে নয় কর্মেই হউক পরিচয় “