সংরক্ষিত আসনের এমপি হবেন শমী কায়সার!
- আপডেটের সময় : ০৮:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জানুয়ারী ২০১৯
- / ১৫৯৫ টাইম ভিউ
দেশদিগন্ত নিউজ ডেস্ক: জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য মনোনয়নপত্র কিনেছেন দর্শকপ্রিয় অভিনেত্রী ও শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লাহ কায়সারের কন্যা শমী কায়সার। আওয়ামী লীগের ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে বুধবার সাধারণ সম্পাদক, সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের হাত থেকে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন। দল চাইলে তিনি এবার এমপি হবেন। দীর্ঘদিন ধরেই অভিনয় থেকে অনেকটা দূরে রয়েছেন শমী কায়সার। তবে নিজের লেখায় গত বুদ্ধিজীবি দিবসের একটি নাকটে অভিনয় করেছিলেন তিনি। অভিনয় থেকে দূরে থাকলেও বিভিন্ন সময়ে রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত হতে দেখা যায় এই গুণী অভিনেত্রীকে। সদ্য সমাপ্ত হওয়া জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা থাকলেও সেই ইচ্ছাকে চেপে রেখেছিলেন শমী কায়সার। তবে নির্বাচন নিয়ে প্রচারণায় দেশের এক জায়গা থেকে অন্য জায়গাতে দৌড়ে বেড়িয়েছেন তিনি।
সম্প্রতি সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়নের বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, ১৯৮১ সাল থেকে এ পর্যন্ত বিভিন্ন সময়ে যেসব পরিবার ও ব্যক্তি আওয়ামী লীগের জন্য অবদান রেখেছেন, সংরক্ষিত আসনে তিনি সেসব পরিবারের নারীদের মূল্যায়ন করতে চান। সেই বিবেচনায় সংরক্ষিত নারী আসনে রাজনীতিকদের পাশাপাশি মুক্তিযুদ্ধে শহীদ পরিবারের সন্তান, মুক্তিযোদ্ধার সন্তান, লেখক, সংস্কৃতিকর্মী ও অভিনয় শিল্পীদেরও মনোনয়ন দেবে আওয়ামী লীগ। একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে যারা আলোচনায় রয়েছেন, শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লাহ কায়সারের মেয়ে দর্শকপ্রিয় অভিনয়শিল্পী শমী কায়সার। গতকাল মঙ্গলবার থেকে সংরক্ষিত আসনে মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ ফরম বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। ফরম বিক্রি ও জমা চলবে আগামী শুক্রবার সন্ধ্যা পর্যন্ত।