মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাংলাদেশের ২য় চা নিলাম কেন্দ্রের উদ্বোধন বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। প্রধান মন্ত্রী শেখ হাসিনা’র ঘোষনায় গত শুক্রবার ২৪ নভেম্বর বিকালে শ্রীমঙ্গলস্থ টি হেভেন রিসোর্ট এর কনফারেন্স রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসন, মৌলভীবাজার ও টি প্ল্যান্টার্স অ্যান্ড ট্রেডার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (টিপিটিএবি) এর আয়জনে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব মো: আব্দুর রউফ।
মৌলভীবাজার জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) আশরাফুর রহমান এর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রনালয়ের পরিচালক (যুগ্ন সচিব) মো: ওবায়দুল আযম, মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান মো: আজিজুর রহমান, মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সভাপতি নেছার আহমদ, সাধারণ স¤পাদক মো: মিছবাউর রহমান, শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান রণধীর কুমার দেব, কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আসম কামরুল ইসলাম প্রমুখ। এছাড়াও সভায় জেলার চা বাগান মালিক, চা ব্যবসায়ীসহ বিশিষ্ট ব্যাক্তিবর্গরা উপস্তিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, চা নিলাম কেন্দ্র করার ক্ষেত্রে যা প্রয়োজন তা সবই আমাদের শ্রীমঙ্গলে প্রস্তুত রয়েছে। তাই আমরা আর অপেক্ষা করতে চাই না। বিজয়ের মাস ডিসেম্বরের মধ্যেই ২য় চা নিলাম কেন্দ্র উদ্বোধন করার জোর দাবী জানান বক্তারা।
deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত
design and development by : http://webnewsdesign.com