বর্তমান করোনা পরিস্থিতিতে অসহায় হয়ে পড়েছেন শিল্পিরা। সব ধরনের সাংস্কৃতিক প্রোগ্রাম বন্ধ থাকায় কর্মহীন হয়ে পড়েছেন তারা। এমন পরিস্থিতিতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে “ভালো কর্মে-ভালবাসার হাত বাড়াই” এই স্লোগান নিয়ে কর্মহীন হয়ে পড়া অসহায় শিল্পীদের মধ্যে “ভালবাসার অনুদান” বিতরণ করেছে “শ্রীমঙ্গলের শিল্পীদের পাশে আমরা ক’জন” নামের মেসেঞ্জার গ্রুপ।
বুধবার (১৭ জুন) দুপুরে শহরের ভানুগাছ রোডস্থ জেলা পরিষদ অডিটোরিয়ামে “শ্রীমঙ্গলের শিল্পীদের পাশে আমরা ক’জন” মেসেঞ্জার গ্রুপের উদ্যোগে বিজয়ী থিয়েটারের সভাপতি দেলোয়ার হোসেন মামুনের সভাপতিত্বে এতে অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক নাজিয়া শিরিন।
বিশেষ অতিথি ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, মৌলভীবাজার জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার আশরাফুজ্জামান প্রমুখ।
এসময় উপজেলার বিভিন্ন স্তরের শিল্পীদের মাঝে ২ হাজার টাকা করে ৫৫ জনের হাতে ও সাউন্ড অপারেটদের মাঝে ১ হাজার টাকা করে ২৬ জনের হাতে এ নগদ অর্থ অনুদান দেওয়া হয়।#
deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত
design and development by : http://webnewsdesign.com