মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাংলাদেশ টি স্টাফ এসোসিয়েশনের ৫৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ১০ ডিসেম্বর রবিবার দুপুরে স্থানীয় জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ।
বাংলাদেশ টি স্টাফ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. জাকারিয়ার সঞ্চালনায় ও সভাপতি মো. মাহবুব রেজার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য ও কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান, মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি মো. নেছার আহমেদ, সাধারণ সম্পাদক মো. মিছবাহুর রহমান, শ্রীমঙ্গল উপজেলা চেয়ারম্যান রনধীর কুমার দেব, চা শিল্প শ্রম কল্যাণ বিভাগের উপ-শ্রম পরিচালক মো. মনিরুজ্জামান, বাংলাদেশ ফ্রি ট্রেড ইউনিয়ন কংগ্রেস এর সেক্রেটারি জেনারেল এ আর চৌধুরী রিপন, দ্বারিকাপাল মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ সৈয়দ মনসুরুল হক, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম ইদ্রিস আলী প্রমুখ। অনুষ্ঠানে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা-২০১৬ তে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে সনদপত্র, উপহার ও নগদ ১ হাজার টাকা প্রদান করা হয়।
deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত
design and development by : http://webnewsdesign.com