শ্রীমঙ্গলে ট্রেন লাইনচ্যুত, তেল সংগ্ৰহ করতে জনতার ঢল
- আপডেটের সময় : ০৯:৫০ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২০
- / ৩৮৭ টাইম ভিউ
শ্রীমঙ্গলে তেলবাহী ট্রেনের সাতটি বগি লাইনচ্যুত এর ঘটনা ঘটেছে। এসময় তেলবাহী ট্রেনেটির তেল মাটিতে পরে যাচ্ছে, সে সময় ট্রেনের তেল সংগ্রহে স্থানীয় জনতার ঢল নামে।
সিলেট আখাউড়া রেল সেকশনের শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও রেলস্টেশনের অদূরে তেলবাহী ট্রেনের সাতটি বগি লাইনচ্যুত হয়ে সিলেটের সঙ্গে ঢাকাসহ সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
শনিবাব (৭ নভেম্বর) সকাল ১১টা ৪০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পর খেকে সারাদেশের সাথে সিলেটের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
প্রত্যক্ষদর্শী আরিফ জানান, ট্রেন দুর্ঘটনা হলে স্থানীয় জনতার আসলে দেখতে পান ট্রেন থেকে তেল পড়ছে। পরে মানুষ তেল সংগ্ৰহ করেন।
রেলওয়ে সূত্র জানায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী তেলবাহী ৯৫১ ট্রেনের সাত বগি শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও রেলস্টেশনের অদূরে লাইনচ্যুত হয়ে বগি উল্টে যায়।
শ্রীমঙ্গল রেল স্টেশনের সহকারী স্টেশন মাস্টার সাখাওয়াত হোসেন জানান, সব রুটের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। কুলাউড়া থেকে হাইড্রোলিক টুল ভ্যান ঘটনাস্থলে পৌঁছার পর উদ্ধার কাজ শুরু হবে।
লাইনচ্যুত তেলের ওয়াগান থেকে বিপুল পরিমাণ জ্বালানি তেল পড়ে যাচ্ছে। স্থানীয় মানুষ এই তেল সংগ্রহ করছেন বলেও জানান তিনি।#