শ্রীমঙ্গলে গৃহবধূ গণধর্ষণের ঘটনাস্থল পরিদর্শন অতিরিক্ত পুলিশ সুপার
- আপডেটের সময় : ১১:৪১ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২০
- / ৩৪১ টাইম ভিউ
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে স্বামীকে জেল থেকে ছাড়াতে উকিলের কাছে নিয়ে যাওয়ার কথা বলে গেস্ট হাউজে নিয়ে গণধর্ষণের ঘটনায় ভিকটিমকে জিজ্ঞাসাবাদ এবং ঘটনাস্থল পরিদর্শন করছেন অতিরিক্ত পুলিশ সুপার হাসান মো. নাসের রিকাবদার।
সোমবার (১২অক্টোবর) দুপুরে ধর্ষণের ঘটনাস্থল শহরের গুহ রোগের হামিদা গেস্ট হাউজ পরিদর্শন করেন মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার। এছাড়া তিনি শ্রীমঙ্গল থানয় ভিকটিমকে ডেকে জিজ্ঞাসাবাদ করেন। এসময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছালেক।
ধর্ষণের ঘটনার ভিকটিম ২৫ বছর বয়সী ঐ নারী গত শনিবার শ্রীমঙ্গল থানায় একটি অভিযোগ দায়ের করেন। পরে শ্রীমঙ্গল থানা পুলিশ অভিযান চালিয়ে গত রোববার সকালে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত কাজল মিয়া (৩০) ও মতিন মিয়া (২০) নামে দুই ব্যক্তিকে উপজেলার আমরাইল ছড়া চা বাগান থেকে গ্রেফতার করে। অভিযুক্তদের গ্রেফতার করার পর শ্রীমঙ্গল থানা পুলিশ তাদের মৌলভীবাজার আদালতে প্রেরণ করে।
উল্লেখ্য গত ১৯ সেপ্টেম্বর সকাল ১১টার দিকে শ্রীমঙ্গল শহরের হামিদা গেস্ট হাউজে ঘটনাটি ঘটে। অভিযুক্ত কাজল মিয়া (৩০), মতিন মিয়া (২০) ও ধর্ষণের শিকার ঐ নারী উপজেলার সাতগাঁও ইউনিয়নের আঐ গ্রামের বাসিন্দা।
ধর্ষণের ঘটনাস্থল পরিদর্শন এবং ভিকটিমকে জিজ্ঞাসাবাদের ঘটনাটি নিশ্চিত করেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছালেক।#