আপডেট

x


শ্রীমঙ্গলে কাত হয়ে গেলো উপবনের এসি কোচ, ধাক্কা দিয়ে সোজা করা চেষ্টা

শনিবার, ১৩ জুলাই ২০১৯ | ৪:০৩ অপরাহ্ণ | 302 বার

শ্রীমঙ্গলে কাত হয়ে গেলো উপবনের এসি কোচ, ধাক্কা দিয়ে সোজা করা চেষ্টা

নিজস্ব প্রতিনিধি : ঢাকাগামী উপবন এক্সপ্রেস শ্রীমঙ্গল স্টেশনে থামানোর পর তাপানুকূল কোচটি অনেকাংশ বাম দিকে ঝুকে যায়। ফেসবুকে বাংলাদেশ রেলওয়ে ফ্যান গ্রুপে রাজন কায়েস একটি ভিডিও ও কয়েকটি ছবি শেয়ার করেছেন। সেখানে দেখা যাচ্ছে কাত হয়ে যাওয়া এসি কোচটিকে ধাক্কা দিয়ে সোজা করার চেষ্টা করা হচ্ছে।

রাজন কায়েস লিখেছেন, ঢাকাগামী উপবন এক্সপ্রেস শ্রীমঙ্গল স্টেশনে থামানোর পর তাপানুকূল কোচটি অনেকাংশ বাম দিকে ঝুকে থাকতে দেখা যায়। ধাক্কা দিয়ে সোজা করার চেষ্টা করা হচ্ছে (ঠেলা ধাক্কা দিয়ে যে ট্রেন সোজা করা যায় তা জানা ছিল না)। আল্লাহই ভালো জানেন সামনে কি হতে যাচ্ছে।
রাজন কায়েস তার নিজের স্টাটাসের নিজে একটি কমেন্টে লিখেছেন, সমস্যা নিয়েই ট্রেনটি চালানোর সিদ্ধান্ত নিয়েছেন আমাদের রেলওয়ে স্টাফরা। আল্লাহই ভালো জানেন কি আছে সামনে। সবাই দোয়া করবেন, সহি সালামতে যেন ট্রেনটি ঢাকা পৌঁছায়।



মন্তব্য করতে পারেন...

comments


deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত

design and development by : http://webnewsdesign.com