শ্রীমঙ্গলে করোনা আক্রান্তের সংখ্যা ১০১ জনে দাঁড়িয়েছে
- আপডেটের সময় : ১১:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২০
- / ৩৪৮ টাইম ভিউ
রাহিন চৌধুরী শ্রীমঙ্গন থেকে: মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে প্রতিদিনই বাড়ছে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা।বৃহস্পতিবার (১৬ জুলাই) নতুন করে আরও ৭ জন আক্রান্ত হয়েছেন। নতুন এই ৭ জন নিয়ে শ্রীমঙ্গলে মোট আক্রান্তের সংখ্যা ১০১ জনে দাঁড়িয়েছে। এর মধ্য ৬৩ জন সম্পূর্ণ সুস্থ হয়েছেন। এ পর্যন্ত মারা গেছেন ৪ জন।
শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সাজ্জাদ হোসেন চৌধুরী জানান, বৃহস্পতিবার সিলেটের ল্যাব থেকে নতুন করে ৭ জনের নমুনা পরীক্ষার রির্পোট পজেটিভ এসেছে। এদের মধ্যে একজন র্যাব সদস্য, একজন আনসার সদস্য, জেরিন চা বাগানে একজন, সুরমা ভ্যালী এলাকার একজন, স্বাস্থ্য কমপ্লেক্সের একজন, শহরের কলেজ সড়কের একজন এবং পূর্ব লইয়ারকুলের একজন।
জানা যায় গত ১১ ও ১২ জুলাই তাদের নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছিল। এর আগে গত বুধবার এ উপজেলায় ১৩ জন করোনা ভাইরাসে আক্রান্তের রির্পোট এসেছিল। এর আগে ১৪ জুলাই আক্রান্ত হয়েছিলো ৬ জন। ১১ জুলাই ৮ জন।
এদিকে উপজেলা শহর ও শহরের বাইরে দেখা যায় হাট বাজারে অধিকাংশ মানুষের মুখে মাস্ক নেই।
অনেক ব্যবসা প্রতিষ্ঠানও স্বাস্থ্যবিধি না মেনে ব্যবসা পরিচালনা করছে। এতে করে দিন দিন স্বাস্থ্য ঝুঁকি আরও বাড়ছে বলে মনে করেন স্থানীয় সচেতন ব্যক্তিরা, এভাবে উদাসীন হয়ে চলাফেরা করলে করোনা নিয়ন্ত্রনে রাখা সম্ভব হবেনা বলে সচেতন জনসাধারনের মন্তব্য ।