যুক্তরাজ্যে বসবাসরত শ্রীমঙ্গল বাসিদের মধ্যে সর্বপ্রথম যুক্তরাজ্যের “কাউন্সিলর” নির্বাচিত হয়ে ইতিহাস গড়লেন কালাপুর চৌধুরী বাড়ীর মেয়ে মিস “শাহানিয়া চৌধুরী জেরিন”!
দেশবিদেশে শ্রীমঙ্গলের সুপরিচিত সামাজিক, রাজনৈতিক ব্যক্তিত্ব কালাপুর রেড ক্রিসেন্ট মা ও শিশু হাসপাতালের প্রতিষ্টাতা চেয়ারম্যান জনাব শহিদুল চৌধুরী লিটন সাহেবের জ্যেষ্ঠ সন্তান, “জেরিন” লন্ডনের হারো-ওয়েল্ডস্টোন ওয়ার্ড হতে বিপুল ৬৩৯ ভোটের ব্যবধানে লেবার পার্টির “কাউন্সিলর” নির্বাচিত হয়েছেন ।
পরিবারের পক্ষ থেকে সবার কাছে জেরিন’র জন্য দো’আ চাওয়া হয়েছে ।
deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত
design and development by : http://webnewsdesign.com