সিলেট বিভাগীয় ট্যাংক লরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন রিপন হত্যা মামলার প্রধান আসামি ইজাজুল (২৮), রিমু (২৮) ও সেবুল হাসান (৩৮) কে রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
আজ সোমবার (২০ জুলাই) সকালে তারা আদালতে এসে আত্মসমর্পণ করলে আদালত এই নির্দেশ দেন। বর্তমানে তাঁরা দক্ষিণ সুরমা থানা হাজতে আছেন।
সোমবার দুপুরে তারা সিলেট মহানগর ৩য় আদালতের বিচারক শারমিন খানম নীলার আদালতে আত্মসমর্পণ তারা আত্মসমর্পণ করেন।
এদিকে গতকাল রবিবার হত্যা মামলার আরেক আসামি সেবুল হাসানকে মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
তথ্যটি নিশ্চিত করে দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আক্তার হোসেন জানান, ঢাকায় পালিয়ে যাওয়ার সময় পুলিশ রিপন হত্যা মামলার আসামি সেবুলকে গ্রেপ্তার করে। এদিকে আজ সকালে আত্মসমর্পণের খবর পেয়ে আমরা আদালতে হাজির হই। আদালত ৫ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন। আসামি ও সন্দেহভাজনসহ এখন পর্যন্ত মোট ১১ জনকে আমরা গ্রেপ্তার করেছি।
deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত
design and development by : http://webnewsdesign.com