আপডেট

x


শেখ রাসেলের জন্মদিনে দোয়া মাহফিলে প্রধানমন্ত্রী

বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০১৭ | ২:০৮ অপরাহ্ণ | 986 বার

শেখ রাসেলের জন্মদিনে দোয়া মাহফিলে প্রধানমন্ত্রী

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ সন্তান শেখ রাসেলের ৫৪তম জন্মদিনে বুধবার মাগরিবের নামাজের পর ধানমণ্ডির বঙ্গবন্ধু ভবনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শেখ রাসেলের বড় বোন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন। এতে বিশেষ মোনাজাতে শেখ রাসেল এবং বঙ্গবন্ধু ও ১৫ আগস্টের অন্য শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। মিলাদ মাহফিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করা হয়।
সোবহানবাগ জামে মসজিদের পেশইমাম মো. লিয়াকত হোসেইন মোনাজাত পরিচালনা করেন।
শেখ হেলাল উদ্দিন এমপি, এএফএম বাহাউদ্দিন নাছিম এমপি, শেখ কবির হোসেন ও শেখ জুয়েলসহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং পরিবারের সদস্য ও আত্মীয়স্বজনরা মাহফিলে যোগ দেন।
এছাড়া প্রধানমন্ত্রীর কার্যালয় গণভবন ও বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের কর্মকর্তা-কর্মচারীরা দোয়া মাহফিলে শরিক হন।
১৯৬৪ সালের এই দিনে শেখ রাসেল ধানমণ্ডি ৩২ নম্বর সড়কের ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবনে জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট রাতে কিছু বিপথগামী জুনিয়র সেনা কর্মকর্তার হাতে বঙ্গবন্ধু ও তার পরিবারের অধিকাংশ সদস্যসহ শেখ রাসেল নৃশংসভাবে হত্যাযজ্ঞের শিকার হন।



মন্তব্য করতে পারেন...

comments


deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত

design and development by : http://webnewsdesign.com