শীঘ্রই খুলে দেওয়া হবে কুয়েতের দৃষ্টিনন্দন ও বিশ্বের দীর্ঘতম সেতু
- আপডেটের সময় : ০৪:০৭ অপরাহ্ন, রবিবার, ৬ জানুয়ারী ২০১৯
- / ৬০৬ টাইম ভিউ
দেশদিগন্ত নিউজ ডেস্ক: শীঘ্রই খুলে দেওয়া হবে দৃষ্টিনন্দন ও বিশ্বের দীর্ঘতম সেতুটি। সেতুটির নাম “শেখ জাবের আল সাবাহ এক্সপ্রেস ওয়ে” নতুন বছরের শুরুতে উদ্ভোধনের কাজটাও সেরে ফেলেছে কুয়েতের ঐতিহ্যবাহী সাবাহ পরিবার। আগামী এপ্রিলে এ সেতু খুলে দেয়া হবে এবং এটি নির্মাণে খরচ হচ্ছে ২.৬ বিলিয়ন ডলার। ৬ বছর লাগছে সেতুটি নির্মাণ করতে। সেতুটির মোট দৈর্ঘ হচ্ছে ৪৮.৫৩ কিলোমিটার যা চীনের কিনডাওয়ের হাইওয়ান সেতুর চেয়ে ৭ কিলোমিটার বেশি দীর্ঘ। দেশটির শুয়াইক শিল্প এলাকা থেকে উপকূলীয় ও ইরানের নিকটবর্তী শহর আল বুভাইয়ান, সুব্বাইয়া ও ফাইলকা দ্বীপের সাথে সংযুক্ত হবে বিশ্বের সর্বোচ্চ দীর্ঘ এ সেতুটি। সেতুর দুই পাশে দুই বন্দর, প্রশাসন ভবন ও দর্শক কেন্দ্র সব মিলে ১৫ লাখ বর্গমিটার জমি লাগছে। আরব বিজনেস সেতুটির নাম দেয়া হয়েছে শেখ জাবের কসওয়ে। দক্ষিণ কোরিয়ার হুন্দাই ইঞ্জিনিয়ারি এন্ড কনস্ট্রাকশন কোম্পানি এটি নির্মাণ করছে। আশা করা হচ্ছে, এই সেতু কুয়েতের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে ব্যাপক অবদান রাখিবে। প্রসঙ্গত, কুয়েতের মরহুম আমীর শেখ জাবের আল সাবাহর স্বপ্ন ও পরিকল্পনার অংশ হিসাবে বর্তমান আমীর শেখ সাবাহ আহমেদ আল জাবের আল সাবাহা সেতুটি বাস্তবায়ন করেন।