দেশদিগন্ত নিউজ ডেস্কঃ জামালপুরের মাদারগঞ্জে ব্রিজের রেলিং ভেঙে পিকনিকের একটি মাইক্রোবাস নদীতে পড়ে গেছে। এ ঘটনায় চালক রুহুল আমীন (৫০) নিহত হয়েছেন। এ সময় মাইক্রোবাসে থাকা ১৩ স্কুলছাত্রকে আহত অবস্থায় উদ্ধার করেছে এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের কর্মীরা।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানিয়েছে, মাদারগঞ্জের পলিশা হাইস্কুলের শিক্ষার্থীদের একটি টিম পিকনিক শেষে ফিরছিল। রাত সাড়ে ৯টার দিকে শিক্ষার্থীবাহী মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে গুনারীতলা সংলগ্ন ব্রিজের রেলিং ভেঙে ঝারকাটা নদীতে পড়ে যায়।
পরে এলাকাবাসী ও দমকল কর্মীরা নদী থেকে মাইক্রোবাসের গ্লাস ভেঙে চালক রুহুল আমীনের মরদেহ এবং আহত অবস্থায় ১৩ স্কুলছাত্রকে উদ্ধার করে।
জামালপুরের ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার বিষয়টি নিশ্চিত করেছেন।
deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত
design and development by : http://webnewsdesign.com