শিক্ষাবিদ শাফাত উদ্দিন সহ সদ্যপ্রয়াতদের আত্মার মাগফেরাত কামনায় নিউইয়র্কে কুলাউড়া এসোসিয়েশনের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্টিত
- আপডেটের সময় : ০৯:৫২ অপরাহ্ন, সোমবার, ৪ ফেব্রুয়ারী ২০১৯
- / ১১৭৭ টাইম ভিউ
দেশদিগন্ত নিউজ ডেস্কঃ কুলাউড়া বাংলাদেশী এসোসিয়েশন অব ইউএসএ ইনক এর সহ সাধারন সম্পাদক কয়ছর রশীদের পিতা , প্রাক্তন প্রধান শিক্ষক ও বিশিষ্ট শিক্ষাবিদ মরহুম শাফাত উদ্দিন আহমেদ সহ কুলাউড়ার সদ্য প্রয়াত ব্যাক্তিবর্গের আত্মার মাগফেরাত কামনা করে কুলাউড়া এসোসিয়েশনের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে। গত ৩ ফেব্রুয়ারি রোববার বাদ মাগরিব এষ্টোরিয়ার আল আমিন জামে মসজিদে বিপুল সংখ্যক কুলাউড়াবাসী সহ প্রবাসীদের উপস্থিতিতে এই মাহফিল অনুষ্টিত হয়। এছাড়াও মাহফিলে কুলাউড়া এসোসিয়েশনের সভাপতি আশরাফ আহমদ ইকবাল এর মামা সাদেক হান্নান, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব বদর উদ্দিন, শেখ নোমান উদ্দিন ,মৌলানা সাইফুল আলম সিদ্দিকীর মাতা সহ দেশ বিদেশে মৃত্যুবরনকারী সকলের আত্মার মাগফেরাত কামনা করা হয়।
দোয়া ও মিলাদ মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এনার প্রেসিডেন্ট সাঈদ উর রব, বাংলাদেশ লীগের সাবেক প্রেসিডেন্ট এমাদ চৌধুরী , যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারন সম্পাদক জিল্লুর রহমান জিল্লু, জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি বদরুল খান , মৌলভীবাজার ডিষ্ট্রিক এসোসিয়েশনের সভাপতি ফজলুর রহমান মিয়া, কুলাউড়া এসোসিয়েশনের উপদেষ্টা আবুল কালাম,উপদেষ্টা এনামুল ইসলাম ,উপদেষ্টা মোশাহেদ জে রাশেদ ,উপদেষ্টা সিরাজ উদ্দিন আহমেদ সোহাগ , উপদেষ্টা জাবেদ খসরু, উপদেষ্টা তানউইর শামীম লোবান,কুলাউড়া এসোসিয়েশনের সাবেক সভাপতি সাহেদ দেলোয়ার চৌধুরী , জালালাবাদ এসোসিয়েশনের সাবেক সহ সভাপতি মৌলানা সাইফুল আলম সিদ্দিকী , জালালাবাদ এসোসিয়েশনের সহ-সভাপতি সফি উদ্দিন তালুকদার , জালালাবাদ এসোসিয়েশনের সহ- সভাপতি শাহ আলাউদ্দিন, মৌলভীবাজারের সাবেক ছাত্রনেতা শামীম আহমেদ , বিয়ানীবাজার সমিতির এম এ মতিন ,জালালাবাদ এসোসিয়েশনের সাবেক প্রচার সম্পাদক এম এ করিম, কুলাউড়া এসোসিয়েশনের সাবেক সাধারন সম্পাদক রাশেদুল মান্নান চৌধুরী হেসাম,কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ আন্তর্জাতিক সম্পাদক এম এ বাতিন,যুক্তরাষ্ট্ যুবদলের সাধারন সম্পাদক আবু সাঈদ আহমেদ , বিএনপি নেতা মার্শাল মুরাদ,আবু সাদেক,বিএনপি নেতা রাফেল তালুকদার , যুবদল নেতা ওয়েছ আহমেদ , যুবদল নেতা খলকুর রহমান ,কুলাউড়া এসোসিয়েশনের সভাপতি আশরাফ আহমেদ ইকবাল , সাধারন সম্পাদক এনায়েত হোসেন জালাল ,কুলাউড়া এসোসিয়েশনের শফি চৌধুরী ,নাহিদুর রব সাজু, শফায়েত খান ,ইসহাক মিয়া,জামাল উদ্দিন লিটন , আলহাজ্ব আবুল হাসনাত,ইমরুল এইচ জেবুল,রেজাউল করিম রেনু, মঈনুর রহমান সুয়েব ,ইমরুল চৌধুরী ,মাজহারুল ইসলাম জনি,জাবেদ আহমদ, লুৎফর রহমান ,আশরাফ সুমন,চৌধুরী মুমিত তানিম, মাসুদুর রহমান, মমতাজুল আহাদ সেলিম ,মিসবাউর রহমান এনাম,মাহবুব উদ্দিন আহমেদ মাসুম, আবুল খায়ের রুবেল ,সায়েদ আলী, আব্দুল মান্নান,ম্যাক মোশাহিদ প্রমুখ৷