আপডেট

x


শিক্ষকসহ সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে, আদেশ জারি

বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি ২০২০ | ৬:৪১ অপরাহ্ণ | 262 বার

শিক্ষকসহ সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে, আদেশ জারি

শিক্ষকসহ কক্সবাজার শহরের সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে। পর্যটন শহর কক্সবাজারকে ‘ব্যয়বহুল’ শহর হিসেবে ঘোষণা করায় এই সুবিধা পাচ্ছেন তারা। গত সোমবার (২৭ জানুয়ারি) কক্সবাজার শহর/পৌর এলাকাকে ব্যয়বহুল হিসেবে ঘোষণা করে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আদেশ জারি করা হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, ‘সরকার দেশের পর্যটন শহর কক্সবাজারের শহর/পৌর এলাকার নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদিসহ বাড়িভাড়া, যানবাহন ভাড়া, খাদ্য ও পোশাক সামগ্রীসহ অন্যান্য ভোগ্যপণের মূল্য বিবেচনায় কক্সবাজার শহর/পৌর এলাকাকে ব্যয়বহুল হিসেবে ঘোষণা করেছে।’



ঢাকাসহ দেশের ব্যয়বহুল এলাকাগুলোয় সরকারি চাকরিজীবীরা সাধারণত মূল বেতনের ৫০ শতাংশ বাড়িভাড়া পেয়ে থাকেন। এখন থেকে কক্সবাজারের চাকরিজীবীরাও তা পাবেন। বর্তমানে এই হার ৪৫ শতাংশ। এ ছাড়া টিএ-ডিএসহ অন্যান্য সুবিধাও বাড়বে।

ব্যয়বহুল ঘোষণা করায় এখন কী হবে-জানতে চাইল মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্মসচিব (জেলা ও মাঠ প্রশাসন অধিশাখা) মো. মুশফিকুর রহমান বলেন, ‘অবস্থানভেদে সরকারি চাকরিজীবীদের সুযোগ-সুবিধার ভিন্নতা আছে। ব্যয়বহুল ঘোষণা করায় সেখানে কর্মরত সরকারি কর্মকর্তা-কর্মচারীরা মেট্রোপলিটন এলাকার মতো বাড়িভাড়া, যানবাহন ভাড়া, খাদ্য ও পোশাক সামগ্রীসহ অন্যান্য ভাতা পাবেন।’

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দাবির পরিপ্রেক্ষিতে এই ঘোষণা দেয়া হয়েছে বলেও জানান যুগ্মসচিব।

মন্তব্য করতে পারেন...

comments


deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত

design and development by : http://webnewsdesign.com