আপডেট

x


শাবিতে ‘ভুয়া; অভিজ্ঞতার সনদে চাকরি গেলো স্টোরকিপারের

সোমবার, ৩১ আগস্ট ২০২০ | ৯:৩৯ অপরাহ্ণ | 211 বার

শাবিতে ‘ভুয়া; অভিজ্ঞতার সনদে চাকরি গেলো স্টোরকিপারের
শাবি

ভুয়া অভিজ্ঞতার সনদ দিয়ে চাকরি নেওয়ায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) স্থাপত্যবিদ্যা বিভাগের স্টোরকিপার ইসরাত জাহানকে অব্যাহতি দেওয়া হয়েছে।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ইশফাকুল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, রোববার স্থাপত্যবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান কৌশিক সাহার কাছে ইসরাতের নিয়োগ বাতিলের চিঠি পাঠায় বিশ্ববিদ্যালয় প্রশাসন।



বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ১৫ এপ্রিল সিলেট নগরীর সুবিদবাজার এলাকার বাসিন্দা ইসরাত বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক প্রয়োজনীয় সনদপত্রসহ শাবিপ্রবির স্টোর কিপার পদে আবেদন করেন। মনোনীত হওয়ার পর তিনি বিশ্ববিদ্যালয়ের স্থাপত্যবিদ্যা বিভাগের স্টোর কিপার পদে নিয়োগ পান। কিন্তু অভিজ্ঞতা সনদ হিসেবে ব্যবহার করেছেন মৌলভীবাজার পৌর মেয়রের স্বাক্ষর নকল করে বানানো জাল সনদ।

মন্তব্য করতে পারেন...

comments


deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত

design and development by : http://webnewsdesign.com