আপডেট

x


শহীদ মিনারের বেদীতে আবর্জনা পরিস্কারে কুলাউড়া মুক্ত স্কাউট গ্রুপ

বুধবার, ১৩ নভেম্বর ২০১৯ | ৭:৪৮ অপরাহ্ণ | 420 বার

শহীদ মিনারের বেদীতে আবর্জনা পরিস্কারে কুলাউড়া মুক্ত স্কাউট গ্রুপ

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি রাজনৈতিক সংগঠনের সম্মেলনে আগত নেতাকর্মীদের আপ্যায়নে প্যাকেটজাত খাবারের আয়োজন করা হয় পৌর শহরের শহীদ মিনার প্রাঙ্গণে। এসময় নেতাকর্মীরা খাবার খেয়ে উচ্ছিষ্ট প্যাকেট শহীদ মিনার, স্বাধীনতা স্মৃতিস্তম্ভের বেদীসহ আশপাশে ছড়িয়ে ছিটিয়ে ফেলে রেখে যায়। এগুলো পরিস্কারে অভিযানে মাঠে নামে কুলাউড়া মুক্ত স্কাউট গ্রুপ নামে একটি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন।
১৩ নভেম্বর বুধবার দুপুরে ঘণ্টাব্যাপী কুলাউড়া মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা শহীদ মিনার ও স্বাধীনতা স্মৃতিস্তম্ভ¢সহ এর প্রাঙ্গণ পরিষ্কার পরিচ্ছন্নতায় অভিযান পরিচালনা করেন।
গত ১০ নভেম্বর ছিল কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের সম্মেলন। সেই সম্মেলনে নেতাকর্মীরা দুপুরে খাবার খেয়ে উচ্ছিষ্ট প্যাকেট শহীদ মিনার ও স্বাধীনতা স্মৃতিস্তম্ভের আশপাশে ছড়িয়ে ছিটিয়ে ফেলে রেখে যায়। সম্মেলন শেষ হওয়ার তিনদিন পরও এগুলো অপসারণ ও পরিষ্কারের কোন উদ্যোগ নেওয়া হয়নি। অবশেষে কুলাউড়ার স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন কুলাউড়া মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে শহীদদের সম্মানার্থে ও সৌন্দর্য রক্ষায় পরিষ্কার হলো শহীদ মিনার ও স্বাধীনতা স্মৃতিস্তম্ভসহ আশপাশের এলাকা।
কুলাউড়া মুক্ত স্কাউট গ্রুপের সাধারণ সম্পাদক সামছুদ্দিন বাবু বলেন, মঙ্গলবার থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পৌর শহরের শহীদ মিনারের বেদীতে ময়লা আবর্জনার ছড়িয়ে ছিটিয়ে রাখা ছবি প্রকাশ হলে আমরা নিজ থেকে উদ্যোগ গ্রহণ করি। আমরা সবসময় পরিস্কার-পরিচ্ছন্নতাসহ বিভিন্ন সৃজনশীল কাজ করে যাচ্ছি।



মন্তব্য করতে পারেন...

comments

deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত

design and development by : http://webnewsdesign.com