শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উচ্চ বিদ্যালয় এর নাম পরিবর্তন করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন আবেদ রাজা
- আপডেটের সময় : ০৮:৪০ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২০
- / ৪১৮ টাইম ভিউ
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উচ্চ বিদ্যালয় এর নাম পরিবর্তন করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন আবেদ রাজা
বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য ও মৌলভীবাজার জেলা বিএনপি’র সহ সভাপতি আবেদ রাজা এক বিবৃতিতে রাজধানীর মোগলটুলী এলাকায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কর্তৃক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উচ্চ বিদ্যালয় এর নাম পরিবর্তন করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
বিবৃতিতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কর্তৃক শহীদ জিয়ার নামে প্রতিষ্ঠিত উচ্চ বিদ্যালয়ের নাম পরিবর্তনের তীব্র প্রতিবাদ, নিন্দা ও ধিক্কার জানিয়ে তিনি বলেন, বিগত ১২ বছর শত চেষ্টা করে ফ্যাসিবাদী শাসকগোষ্ঠী জনগনের হৃদয় থেকে শহীদ জিয়ার নাম মুছে ফেলতে পারে নাই, কখনও পারবে না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গণমানুষের নেতা, দেশের সফল রাষ্ট্র নায়ক। গণমানুষের কল্যাণে তাঁর রাজনীতি ও কর্মসুচির জন্য তিনি গণমানুষের হৃদয়ের মনিকোঠায় স্থান করে নিয়েছেন।
জাতীয়তাবাদী দল জনগণের দল ।