শহীদ প্রেসিডন্ট জিয়াউর রহমানের ৮৪তম জন্মবার্ষিকী পালন করলো কানাডা বিএনপি
- আপডেটের সময় : ০৭:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২০
- / ৯৬২ টাইম ভিউ
দেশদিগন্ত অনলাইন: মহান স্বাধীনতার ঘোষক,বাংলাদেশী জাতীয়তাবাদের জনক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৪তম জম্মবাষিকী উপলক্ষে কানাডা বিএনপি আজ সোমবার দলীয় কার্য্যলয়ে দোয়া ও আলোচনা সভা অনুষ্টিত করে।
সভার শুরুতে বিশেষ দোয়া পরিচালনা করেন সাবেক উপদেষ্টা আব্দু মুহিত মোহাম্মদ।
সংগঠনের সাবেক সহসভাপতি সাইদুর রহমানের সভাপতিত্বে ও মারিফুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন সর্বজনাব ফয়সাল চৌধুরী,দেওয়ান আব্দুর রাজ্জাক রাজু,আরমান মিয়া মাষ্টার,আব্দুল মান্নান,হুমাউন পাঠেয়ারী,আব্দুল মুহিত মোহাম্মদ,হেলাল আহমেদ,নাসিম উদ্দীন,জেবায়ের আহমেদ,তোফায়েল মোর্শেদ ,আব্দুল আজিজ,আব্দুল ওয়াদুধ রোকন ,নজরুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন বর্তমানে আইনের শাসন ও সংবিদান কে যেভাবে পদদলিত করা হচ্ছে একদিন ইতিহাস এসবের বিচার করবে । একদিন এই সংসদেই আপনাদের বিচার করবে, দেশে অরাজকতার সংস্কৃতি চালু করা হয়েছে ।