শরীফপুর ইউনিয়ন বিএনপির কাউন্সিল সম্পন্নঃ জুনাব আলী সভাপতি, হারুন মিয়া সম্পাদক
- আপডেটের সময় : ০৮:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৩১ মে ২০১৯
- / ১৬১৮ টাইম ভিউ
ছয়ফুল আলম সাইফুল : উৎসব মুখর পরিবেশে মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়ন বিএনপির সম্মেলন ও কাউন্সিল সম্পন্ন হয়েছে। গোপন ব্যালটের মাধ্যমে নতুন শরীফপুর ইউনিয়ন বিএনপির কমিটি গঠন হয়েছে। এতে শরীফপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জুনাব আলী সভাপতি, ইউপি ও সদস্য প্যানেল চেয়ারম্যান মোঃ হারুন মিয়া সাধারণ সম্পাদক, মোঃ জামাল আহমদ সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।
শুক্রবার (৩১ মে) দুপুর ১২টার দিকে স্থানীয় নছিরগঞ্জ বাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রথম ধাপে কাউন্সিল উপলক্ষে আলোচনা সভা এবং দ্বিতীয় ধাপে কাউন্সিল অনুষ্ঠিত হয়। গোপন ব্যালটের মাধ্যমে ভোট প্রদান করেন ৩৮ জন কাউন্সিলর। পরে মৌলভীবাজার জেলা বিএনপির সহ-সভাপতি ও কুলাউড়া উপজেলা বিএনপির আহবায়ক এডঃ এ,এন,এম আবেদ রাজা নির্বাচনে প্রার্থীদের প্রাপ্ত ভোট ও বিজয়ীদের নাম ঘোষণা করেন।
সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে মোট ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। শরীফপুর ইউনিয়ন বিএনপির সভাপতি পদে ২৬ ভোট পেয়ে মোঃ জুনাব আলী নির্বাচিত হয়েছেন এবং তাঁর প্রতিদ্বন্দ্বি প্রার্থী সভাপতি পদে ১২ ভোট পান মোঃ মহিউদ্দন আহমদ মুটুক । সাধারণ সম্পাদক পদে মোঃ হারুন মিয়া ২০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বি বিকাশ দাশ সংকর পেয়েছেন ১৮ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে ৩১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মোঃ জামাল আহমদ তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি মোঃ তবারক আলী পেয়েছেন ৭ ভোট।
শরীফপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোঃ জুবায়ের আহমদ নেপুরের সভাপতিত্বে এবং হাজীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মাহমুদ আলীর সঞ্চালনায় কাউন্সিল পূর্বক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা বিএনপির সহ-সভাপতি ও কুলাউড়া উপজেলা বিএনপির আহবায়ক এডঃ এ, এন,এম আবেদ রাজা, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব রফিক আহমদ, এম,এ মজিদ মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য, সদস্য কুলাউড়া উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য সাবেক চেয়ারম্যান ১০ নং হাজীপুর ইউনিয়ন মোঃ মাহমুদ আলী ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, দলের অংগ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।