শরীফপুরে নছিরগঞ্জ ইসলামী যুব সংঘের উদ্যোগে ত্রান বিতরণের লক্ষে সভা অনুষ্টিত
- আপডেটের সময় : ০১:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২০
- / ৭৪০ টাইম ভিউ
মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের নছিরগঞ্জ ইসলামী যুব সংঘের উদ্যোগে প্রাবাসী, বৃত্তান ও সমাজসেবক দের সহযোগীতায় প্রথম পর্যায়ে ত্রান বিতরণের জন্য আজ রাত ৯ ঘটিকার সময় নছিরগঞ্জ ইসলামী যুব সংঘের সভাপতি মোঃ আব্দুর রউফ এর সভাপত্বিতে ও সাধারন সম্পাদক মাহমুদুল হাসান সুমনে পরিচালনায় এক জরুরী সভা অনুষ্ঠিত হয়।
সভার সিন্ধান্ত সমূহঃ-১। ১৮ জন আলেম কে ৫০০ টাকা করে হাদিয়া প্রদান করা হবে।২। ৪২ জন গরিব ও দিন মজুরদের পরিবারের মধ্যে প্রত্যোকে একটি করে প্যাকেট দেওয়া হবে।৩। প্রতি প্যাকেট দেওয়া হবে
১. ৪ কেজি চাল২. ১ কেজি চানা৩. ১ কেজি আলু ৪. ১ কেজি পিয়াজ ৫. ১ কেজি লবণ ৬. ৫০০ গ্রাম মুসির ডাল
৭. ৫০০ গ্রাম খেজুর ৮. ৫০০ গ্রাম সুয়াবিন।
সংগঠনের সাধারন সম্পাদক মাহমুদুল হাসান সুমন জানান যারা আমাদের দেশ ও প্রবাস থেকে সহযোগীতা করছেন আপনাদের জন্য আন্তরিক মোবারকবাদ প্রকাশ করছি।