আপডেট

x


শমশেরনগরে ‘নবধারা’র উদ্যোগে হত দরিদ্রের মাঝে “ঈদ আনন্দ উপহার” বিতরণ

রবিবার, ০২ জুন ২০১৯ | ৮:১৫ অপরাহ্ণ | 441 বার

শমশেরনগরে ‘নবধারা’র উদ্যোগে হত দরিদ্রের মাঝে “ঈদ আনন্দ উপহার” বিতরণ
 ছয়ফুল আলম সাইফুলঃ মৌলভীবাজারের শমশেরনগরে ব্যতিক্রমী সামাজিক সংগঠন ‘নবধারা’র উদ্যোগে একশত ৬জন হত দরিদ্রের মাঝে “ঈদ আনন্দ উপহার” বিতরণ করা হয়।
রোববার দুপুরে জমজম কমিউনিটি সেন্টারে আনুষ্ঠানিকভাবে উপহার বিতরণ করা হয়েছে।
সংস্থার সদস্য শওকত জুয়েলের সভাপতিত্বে “ঈদ আনন্দ উপহার” বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শামছুল হক মিন্টু, কামরুল হাসান মারুফ, সাংবাদিক জয়নাল আবেদীন, আব্দুস সামাদ সামাইল, সমরেন্দ্র সেন শর্মা, মাহমুদুর রহমান  আলতা, আবু সাদাত মোঃ সায়েম. তারিকুজ্জামান সুমন, মুকরামিন চৌধুরী মুকুল, গোলাম রাব্বি, আব্দুল বারি মনন, আব্দুল কাদির সাজু, গোপাল বর্মা মনি, শফিউল আলম উজ্জল প্রমুখ।
একশত ৬জন  হত দরিদ্র প্রতি পরিবারকে ১টি শাড়ী,  ১টি লুঙ্গি, ১ প্যাকেট সেমাই, ১ কেজি ময়দা, ১ কেজি চিনি, ১ লিটার সয়াবিন তেল ও ১ প্যাকেট দুধ বিতরণ করা হয়। সংগঠনের সদস্যরা বলেন, এলাকার অতি দরিদ্র মানুষদেসাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে পারায় সংস্থার সদস্যরা আনন্দিত।
ব্যতিক্রমী এই আয়োজনে সাধ্যানুযায়ী আগামীতেও হত দরদ্রি মানুষের পাশের থাকার প্রত্যাশা ব্যক্ত করেন। তারা বলেন, দরিদ্রতাকে পৃষ্টপোষকতা নয় দারিদ্র বিমোচন নিয়ে কাজ করতে হবে।

মন্তব্য করতে পারেন...

comments


deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত

design and development by : http://webnewsdesign.com