আপডেট

x


শনিবার টোয়াব নির্বাচন, দুই প্যানেলের নানা প্রতিশ্রুতি

শুক্রবার, ২২ নভেম্বর ২০১৯ | ১২:২৫ অপরাহ্ণ | 263 বার

শনিবার টোয়াব নির্বাচন, দুই প্যানেলের নানা প্রতিশ্রুতি

শনিবার (২৩ নভেম্বর) দেশের পর্যটন খাতের শীর্ষ সংগঠন ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-টোয়াবের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন।

২০১৯-২১ মেয়াদের এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে রাফিউজ্জামান ও শিবলুল আযম কোরেশীর নেতৃত্বে ‘কনশাস রিলায়েন্স ফোরাম’ এবং তৌফিক রহমানের নেতৃত্বে ‘প্রজন্ম পরিষদ’।



রাজধানীতে একাধিক সভা ও পরিচিতি সভায় নির্বাচিত হলে পর্যটনের প্রসারে কার্যকর উদ্যোগ নেওয়ার অঙ্গীকার করেছেন দুই প্যানেলের নেতারা। তারা পর্যটন খাতের উন্নয়নে নানা উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দেন।

রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ের বিএডিসি অডিটরিয়াম, সেচ ভবনে শনিবার সকাল ১০টা থেকে শুরু করে বিকেল ৩টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন হেলাল উদ্দীন। সাথে আছেন সদস্য মো. ইসহাকুল হোসেন সুইট এবং মো. আমজাদ হোসেন।

টোয়াবের পরিচালক ও জার্নি প্লাসের প্রধান নির্বাহী কর্মকর্তা তৌফিক রহমানের নেতৃত্বে ‘প্রজন্ম পরিষদ’ প্যানেলে আছেন মো. রেজাউল করিম, ফয়সাল করিম জনি, মো. তসলিম আমিন শোভন, মো. ইকবাল হোসেন, সৈয়দ সাফাত উদ্দীন আহমেদ তমাল, মো. আব্দুল্লাহ আল কাফি, চৌধুরী হাসানুজ্জামান রনি, তানভির আহমেদ, মো. বোরহান উদ্দীন, ইসরুল হোসেন ইমন, ফয়সাল সাবের মাহমুদ, জহিরুল কবীর চৌধুরী এবং অ্যাসোসিয়েট গ্রুপের আহমেদ ইউসুফ ওয়ালিদ।

টোয়াবের বর্তমান কমিটির প্রথম সহসভাপতি ও স্ট্রেইটওয়ে ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের সিইও মো. রাফিউজ্জামানের নেতৃত্বে প্যানেলে আছেন শিবলুল আযম কোরেশী, আবুল কালাম আজাদ, মো. সোহানুর রহমান স্বপন, মো. জালাল উদ্দীন, মো. আনোয়ার হোসেন, মো. মনিরুজ্জামান মাসুম, মো. শাহেদ উল্লাহ, সৈয়দ তানভির আহমেদ, মো. এ রউফ, কাজী মো. নজরুল ইসলাম সুমন, মো. মনসুর আলম পারভেজ, মো. হানিফ এবং অ্যাসোসিয়েট গ্রুপ থেকে মো. সজিবুল আল রাজীব।

মো. রাফিউজ্জামান শুক্রবার বলেন, ‘পর্যটনের প্রসারে সঠিকভাবে কান্ট্রি ব্র্যান্ডিং জোরদার করা, টোয়াবের স্থায়ী কার্যালয়, বিমানবন্দরে টোয়াব সদস্যদের জন্য মিট অ্যান্ড গ্রিট সেবা চালু, যুগোপযোগী প্রশিক্ষণের ব্যবস্থা, ট্যুর অপারেটরদের জন্য শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা ও পর্যটনকে অগ্রাধিকার খাত হিসেবে প্রতিষ্ঠায় সরকারের সঙ্গে দেনদরবার করা, বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে সেবা প্রদানে পেশাদারিত্ব বাড়ানোর উদ্যোগে নেওয়া হবে।’

তৌফিক রহমান কে বলেন, ‘টোয়াবকে একটি গতিশীল ও প্রযুক্তিনির্ভর সংগঠন হিসেবে গড়ে তোলা হবে। এ জন্য প্রযুক্তিনির্ভর টোয়াব কার্যালয় তৈরি, ডিজিটাল টোয়াব ডাইরেক্টরি তৈরি এবং সব টোয়াব সদস্যের জন্য মোবাইল অ্যাপ তৈরি করা হবে। এ ছাড়া টোয়াব সদস্যাদের জন্য একটি হেল্প ডেস্ক চালু, প্রশিক্ষণ, গঠনতন্ত্র সংশোধন, পর্যটন অ্যাওয়ার্ড চালু, বহির্মুখী পর্যটনের নীতিমালা তৈরি, অন্তর্মুখী পর্যটন জোরদার করার উদ্যোগ নেওয়া হবে।’

মন্তব্য করতে পারেন...

comments


deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত

design and development by : http://webnewsdesign.com