ছয়ফুল আলম সাইফুলঃ মৌলভীবাজারের কুলাউড়ায় করোনা মহামারীতে ভুমিহীন, দিনমজুর ও খেটে খাওয়া মানুষদের জীবন থমকে গেছে। কাজ নেই, ঘরে খাবার নেই, শিশু সন্তান নিয়ে উপোস দিন কাটাচ্ছেন তারা। এমন ভয়াবহ পরিস্থিতিতে হতদরিদ্র মানুষদের পাশে দাঁড়ালো সামাদ-ফওজিয়া ফাউন্ডেশন।
ওই ফাউন্ডেশনের চেয়ারপার্সন সাবরিনা সামাদ ফিরোজী তাঁর নিজ জন্মমাটি কুলাউড়ার ভিটেহারা দিনমজুর শতাধিক মানুষের ঘরে চাল,ডাল,অালু, তেল,সাবান পৌঁছে দিলেন। কুলাউড়ার ইউএনও এটিএম ফরহাদ চৌধুরীর নেতৃত্বে ভুমিহীন হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও সাবান বিতরণ করা হয়।গত কাল বৃহস্পতিবার এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প কর্মকর্তা শিমুল অালী, সামাদ-ফওজিয়া ফাউন্ডেশনের সিলেট বিভাগীয় সমন্বয়কারী সাংবাদিক চৌধুরী অাবু সাঈদ ফুয়াদ, কুলাউড়া উপজেলা সমন্বয়কারী সারোয়ার অালম সিপন। ফাউন্ডেশনের চেয়ারপার্সন সাবরিনা সামাদ ফিরোজী বলেন সকল দূর্যোগপুর্ন সময়ে অামাদের ফাউন্ডেশন সারা দেশের দরিদ্র মানুষের সান্নিধ্যে থেকে কাজ করে। এ করোনা মহামারীতেও অামরা কাজ করে যাচ্ছি।
deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত
design and development by : http://webnewsdesign.com