আপডেট

x


লন্ডন হামলার সংশ্লিষ্টতায় গ্রেফতার ১২

রবিবার, ০৪ জুন ২০১৭ | ১১:৫৮ অপরাহ্ণ | 1057 বার

লন্ডন হামলার সংশ্লিষ্টতায় গ্রেফতার ১২

লন্ডনে সন্ত্রাসী হামলার পরে ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। শনিবারের এই হামলায় ৭ জন নিহত হয়েছে আহত হয়েছে ৪৮ জন।
লন্ডন ব্রিজ এলাকায় হামলাকারী তিন জনের ফ্ল্যাটে অভিযানের পরে বার্কিং ও ইস্ট লন্ডনে অভিযান চালিয়ে ১২ জনকে আটক করেছে পুলিশ। শনিবার লন্ডন ব্রিজে ওই তিনজন সাদা ভ্যানে করে ব্যস্ত মার্কেটে পথচারীদের উপর তুলে দেয়, এরপর গাড়ি থেকে বের হয়ে ছুরি দিয়ে হামলা শুরু করে। পুলিশ তিন হামলাকারীকে গুলি করে হত্যা করে।
হামলার নিন্দা করে ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে বলেন, যথেষ্ট হয়েছে আর সহ্য করবে না। ওই ফ্ল্যাটে নিয়ন্ত্রিত বিস্ফোরণ করা হয়েছে বলে জানা গেছে। হামলাকারীর প্রতিবেশী জানিয়েছে, মৃত হামলাকারী ওই ফ্ল্যাটে স্ত্রী ও দুই সন্তানসহ ওই ফ্ল্যাটে বাস করছিল।
হামলার পরে সব রাজনৈতিক দল নির্বাচনী প্রচারণা বাতিল করেছে। তবে থেরেসা মে জানিয়েছেন, সোমবার থেকেই বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য নির্বাচনের পূর্ণ প্রচারণা শুরু করবে তার দল। বিবিসি।



মন্তব্য করতে পারেন...

comments


deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত

design and development by : http://webnewsdesign.com