লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার হাসপাতালের এক মনোরম চ্যারিটি ডিনার অনুষ্ঠিত
- আপডেটের সময় : ০৭:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২৯ নভেম্বর ২০১৯
- / ১০২০ টাইম ভিউ
গত ২৭শে নবেম্বর ২০১৯ রোজ বুধবার লন্ডন ম্যানরপার্কের রয়েল রিজেন্সী হলে বিয়ানীবাজার ক্যান্সার এবং জেনারেল হাসপাতালের সৌজন্যে এক মনোরম চ্যারিটি ডিনার অনুষ্ঠিত হয়।
যুক্তরাজ্যের বিভিন্ন সামাজিক সংগঠন গুলো অংশ গ্রহণ করে।
আমরাও ডি,এম হাইস্কুলের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের পক্ষ হতে অংশগ্রহণের মাধ্যমে এই মহতী কাজে সম্পৃক্ত করিতে পারায় গর্ববোধ করিতেছি ।
চ্যরিটি কমিটির পক্ষ হতে ডি,এম হাইস্কুলের নামে একটি সম্মাননা স্বারকপত্র সদ্য সাবেক রি-ইউনিয়ন উদযাপন কমিটির সদস্য সচিব জনাব নাহিন মাহমুদের হাতে তোলে দেওয়া হয়।
অত্যন্ত সুন্দর একটি অনুষ্ঠান উপহার দিবার জন্য ডি,এম হাইস্কুলের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের পক্ষ হতে ধন্যবাদ জানাচ্ছি ।
ডি,এম হাইস্কুলের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের পক্ষে যথাত্রুমে উপস্হিত ছিলেনঃ মুক্তিযোদ্ধা জনাব ফয়জুর রহমান খান নুনু,
প্রাক্তন ছাত্র ও শিক্ষক কাউন্সিলার জনাব আব্দুল আজিজ তকি, জনাব এনামুল হক চৌধুরী , জনাব নাহিন মাহমুদ ,জনাব আজিম, জনাব জাকারিয়া আহমদ,জনাব বেলায়েত হোসেন চৌধুরী ,জনাব আব্দুল মন্নান , জনাব আকরাম চৌধুরী, জনাব মুফিজুর রহমান চৌধুরী একলিল, জনাব সৈয়দ আজু,জনাব ইয়াহিয়া খান প্রমুখ৷