লন্ডনে প্রধানমন্ত্রীর উপর হামলা: ৭ মাস পর বিশ্বনাথ থানায় অভিযোগ দায়ের

- আপডেটের সময় : ১২:৪৪ অপরাহ্ন, সোমবার, ৮ এপ্রিল ২০১৯
- / ১০০০ টাইম ভিউ
দেশদিগন্ত নিউজ ডেস্কঃ লন্ডন সফরকালে ওয়েস মিনিষ্টার কুইন এলিজাবেত সেন্টারের সামনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর হামলার ঘটনার ৭ মাস পর সিলেটের বিশ্বনাথ থানায় এক বহিস্কৃত বিএনপি নেতার বিরুদ্ধে লিখিত অভিযোগ দেয়া হয়েছে।
গতকাল রোববার বিকেলে থানায় এই অভিযোগটি দায়ের করেন উপজেলার রামপাশা ইউনিয়নরে দোহাল গ্রামের ফিরোজ আলীর পুত্র আসাদ আহদ (৩০)। অভিযোক্ত ওই বিএনপি নেতা লন্ডন কলচেষ্টার বিএনপির সভাপতি মিছবাহ উদ্দিন। তিনি বিশ্বনাথ উপজেলার সদর ইউনিয়নের বৈদ্যকাপন গ্রামের ইন্তাজ আলীর পুত্র। মিছবাহ উদ্দিন দেশে এসে দলীয় আদেশ অমান্য করে গত উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে অংশ গ্রহণ করায় তাকে দল থেকে বহিস্কার করা হয়।
তবে দেশে অবস্থানরত মিছবাহ উদ্দিন তার বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা দাবি করে বলেন, ওইদিন তিনি সেখানে উপস্থিত ছিলেন না।
এব্যাপারে অভিযোগ প্রাপ্তীর বিষয়টি স্বীকার করে থানার ওসি শামছুদ্দোহা (পিপিএম) বলেন, ঘটনাটি হচ্ছে লন্ডনে তার পরেও অভিযোগের আলোকে যদি কোনো সুযোগ তাকে তাহলে ব্যবস্থা নেব।