আপডেট

x


লঞ্চে অতিরিক্ত যাত্রী নিলেই কঠোর ব্যবস্থা : নৌমন্ত্রী

বৃহস্পতিবার, ১৫ জুন ২০১৭ | ১১:৫৩ অপরাহ্ণ | 987 বার

লঞ্চে অতিরিক্ত যাত্রী নিলেই কঠোর ব্যবস্থা : নৌমন্ত্রী

ঈদে অতিরিক্ত যাত্রী নিয়ে কোনো লঞ্চ চলাচল করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান।বৃহস্পতিবার সকালে সচিবালয়ে নিজ কার্যালয়ে মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর ও সংস্থার সঙ্গে ২০১৭-১৮ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি সইয়ের অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

শাজাহান খান বলেন, বর্ষা মৌসুমে হওয়ায় এবারের ঈদুল ফিতরের আগের ৫ দিন ও পরের ৫ দিন মিলিয়ে মোট ১০ দিন দেশের নদীগুলোতে বালুর ট্রলার চলা বন্ধ থাকবে। নদীতে দুর্ঘটনা এড়াতে সরকার এ সিদ্ধান্ত নিয়েছে।তিনি বলেন, আবহাওয়া খারাপ থাকলে দুর্ঘটনা এড়াতে সব ধরনের নৌযান চলাচল বন্ধ থাকবে। ঝুঁকি নিয়ে কোনো লঞ্চ চলতে দেয়া হবে না। যাত্রীদের কিছুটা হয়রানি বাড়লেও তা সহনীয় রাখার চেষ্টা করা হবে।নৌপরিবহনমন্ত্রী বলেন, দেশের লঞ্চঘাটগুলোয় নানা ধরনের অনিয়ম রোধে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। সদরঘাটে এই প্রথমবারের মতো টিকিট কাউন্টার খোলা হয়েছে। তাই একটি লঞ্চে কতজন যাত্রী উঠলো তা জানা যাবে। এ সময় তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু উপস্থিত ছিলেন।



মন্তব্য করতে পারেন...

comments


deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত

design and development by : http://webnewsdesign.com