আপডেট

x


লক্ষ্মীপুরে ৭ সন্তান জন্ম দিয়েছেন এক নারী

শনিবার, ১৩ এপ্রিল ২০১৯ | ৯:১৫ অপরাহ্ণ | 800 বার

লক্ষ্মীপুরে ৭ সন্তান জন্ম দিয়েছেন এক নারী

লক্ষ্মীপুরে ৭ সন্তানের জন্ম দিয়েছেন নাজমা আক্তার (১৮) নামের এক নারী। নাজমা আক্তার লক্ষ্মীপুর সদর উপজেলার লাহারকান্দি এলাকার পাটোয়ারী বাড়ির প্রবাসী মো. রাজুর স্ত্রী। ৭ সন্তানের মধ্যে ৪টি মেয়ে ৩টি ছেলে। শুক্রবার (১২ এপ্রিল) রাত ৯ টা ৪৫ মিনিটে লক্ষ্মীপুর শহরের সিটি হাসপাতালে স্বাভাবিক ভাবে ওই ৭ সন্তানের জন্ম হয়।

হাসপাতালের ম্যানেজার ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান ৯ টায় ২০ মিনিটে প্রসব বেদনা নিয়ে নাজমা আক্তার হাসপাতালে ভর্তি হয়। ২৫ মিনিট পর স্বাভাবিকভাবে ৭ সন্তানের জন্ম দেন ওই প্রসতি। মা নাজমা আক্তার সুস্থ্য থাকলেও ৭ সন্তান সুস্থ্য নেই বলে জানিয়েছে চিকিৎসক।হাসপাতাল থেকে জানা গেছে, নিদিষ্ট সময়ের আগে (মাত্র ৫ মাসে) সন্তান প্রসব হাওয়া ৭ সন্তান সুস্থ নেই। তাদের চোখ ফোটেনি। তাদের অবস্থা আশঙ্কাজনক। লক্ষ্মীপুর সিটি হাসপাতালের চিকিৎসক ডা.মো. আবদুল্লাহ নওশের জানিয়েছেন, নিদিষ্ট সময়ের পূর্বে ৭ সন্তানের জন্ম হয়েছে। তারা ঝুঁকিতে রয়েছে।



শিশুদের সুস্থ করতে চেষ্টা করছি। উন্নত চিকিসার জন্য ঢাকা শিশু হাসপাতাল অথবা ঢাকা মেডিকেল কলেজের শিশু বিভিগে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছি পরিবারকে।

মন্তব্য করতে পারেন...

comments


deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত

design and development by : http://webnewsdesign.com