রাহিন শ্রীমঙ্গল থেকে : শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নের , বরুনা, হাজিপুর,নয়ানশ্রী,মনারগাও, মাজডিহী, দাশপাড়া,শেখবাড়ী, মনার গাও গ্রামের দরিদ্র সীমানার নীচে যাদের বসবাস তাদের জন্য খাদ্য সামগ্রী বিতরণ করলো “মানব সেবার বন্ধুরা ”
মানব সেবার প্রধান সেচ্চাসেবক তুহিন চৌধুরী জানান আমাদের বন্ধু, ছোট ভাইদের ও শুভাকাঙ্ক্ষী দের আন্তরিক সহযোগিতায় আমরা “মানব সেবার বন্ধুরা আজ ২য় ধাপে আমাদের কার্যক্রম সম্পর্ণ করেছি।
আমাদের কার্যকর কমলাপুর ইউনিয়ন থেকে শুরু হলেও আমাদের কার্যক্রম চলবে ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করি করিণা ভাইরাসের দূরত্ব বজায় রেখে
মানুষের দরজায় দরজায় পৌঁছে দিতে।
deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত
design and development by : http://webnewsdesign.com