আপডেট

x


রোলাঁ গারোঁয় ২০২৪ টেনিস অলিম্পিক

রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০১৭ | ৯:৫২ অপরাহ্ণ | 1004 বার

রোলাঁ গারোঁয় ২০২৪ টেনিস অলিম্পিক

অলিম্পিকে ২০২৪ এবং ২০২৮ আসরের ভেন্যু নিয়ে কিছুটা জটিলতা ছিল। কিন্তু গত সপ্তাহেই আনুষ্ঠানিকভাবে সেই জটিলতা কেটে যায়। ২০২৪ সালে প্যারিসে এবং ২০২৮ সালে লস অ্যাঞ্জেলসে গ্রেটেস্ট শো অন দ্য আর্থ’র আসর বসবে।

অলিম্পিকের অন্যতম ইভেন্ট টেনিস। ২০২৪ সালের অলিম্পিক টেনিস রোলাঁ গারোঁয় অনুষ্ঠিত হবে বলে আয়োজক কমিটির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। তার মানে হলো, উইম্বলডনের পর আগস্টে ক্লে কোর্টে খেলবেন খেলোয়াড়রা। এরপর ইউএস ওপেন খেলতে নেমে পড়বেন অ্যান্ডি টেনিস তারকারা।



১৯৯২ সালের পর প্রথমবারের মতো ২০২৪ সালে ক্লে কোর্টে অলিম্পিক টেনিসের খেলা অনুষ্ঠিত হবে। সর্বশেষ ১৯৯২ সালে বার্সেলোনা অলিম্পিকে টেনিসের খেলা ক্লে কোর্টে হয়েছিল।

এদিকে ইতিহাসে মাত্র দ্বিতীয়বারের মতো কোনো গ্র্যান্ডস্লামের ভেন্যুতে অলিম্পিক টেনিসের খেলা অনুষ্ঠিত হবে। এর আগে মাত্র একবার তথা ২০১২ সালের লন্ডন অলিম্পিকে উইম্বলডনের কোর্টে টেনিস খেলা অনুষ্ঠিত হয়েছিল।

২০২০-২১ সালে রোলাঁ গারোঁ নতুন রূপ লাভ করবে। অবকাঠামোগত উন্নয়নের ফলে এটির সৌন্দর্য আরো বৃদ্ধি পাবে। ২০২৪ অলিম্পিকে টেনিসের পাশাপাশি রোলাঁ গারোঁয় বক্সিং, প্যারালিম্পিক টেনিস, রাগবি, বাস্কেটবল ও ফাইভ-এ সাইড ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে।

মন্তব্য করতে পারেন...

comments


deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত

design and development by : http://webnewsdesign.com