রায়খাইল প্রবাসী কল্যাণ পরিষদ’র ১ম বর্ষপূর্তি উপলক্ষে স্কুল ব্যাগ বিতরন
- আপডেটের সময় : ১০:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২০
- / ৬০৪ টাইম ভিউ
শাহ ইসমাইল ( সিলেট ব্যুরো) ২৩ জানুয়ারী বৃহস্পিতিবার উন্নয়নের শপথে বলীয়ান এই স্লোগান কে ধারন করে বিয়ানীবাজার অালীনগর ইউনিয়নের রায়খাইল গ্রামের প্রবাসী কল্যাণ পরিষদ’র ১ম বর্ষপূর্তি উপলক্ষে রায়খাইল খলাগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বিকাল ৪ ঘটিকার সময় এক অার্থিক সহায়তা ও স্কুল ব্যাগ বিতরণী অনুষ্ঠানের অায়োজন করা হয়।
মোঃ গোলাম ফারুক হোসেন এর সভাপতিত্বে ও সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর অটোক্যাড ডিজাইনার মোঃ জুনেদ অাহমদ এর সঞ্চালনায়
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মোঃহালিম উদ্দিন
সিনিয়র শিক্ষক, রাণাপিং অাদর্শ স্কুল এন্ড কলেজ।
তিনি তার বক্তব্যে বলেন
আমাদের সমাজে অনেক গরীব শিক্ষার্থী রয়েছেন। তারা দরিদ্র পরিবারের সন্তান হলেও অনেক মেধাবী। তারা আর্থিক অস্বচ্ছলতার কারণে শিক্ষা জীবনে বেশি দূর অগ্রসর হতে পারে না। তাদের অদম্য ইচ্ছে শক্তি ও মেধা থাকলেও বর্তমানে বৈষ্যমহীন শিক্ষাব্যবস্থার জন্য উচ্চ শিক্ষা গ্রহনে পিছিয়ে পড়ে। আমাদের সমাজের বিত্তবানরা এসব গরীব ও মেধাবীদের সহায়তায় একটু এগিয়ে এলে তারাও একদিন লেখাপড়া শিখে নিজের পরিবার তথা দেশ ও সমাজের প্রতি অবদান রাখতে সক্ষম হবে।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মোঃ ফখরুল ইসলাম,
ম্যানেজার রুপালী ব্যাংক, চারখাই শাখা।
তার বক্তব্যে বলেন
রায়খাইল প্রবাসী কল্যান পরিষদের ১ম বর্ষপূতিতে এই সংস্থাটি সমাজের গরীব ও মেধাবী শিক্ষার্থী সহায়তায় হাত বাড়িয়েছে। আমি আশাকরি আগামীতে আরো বড় পরিসরে তাদের কার্যক্রম পরিচালনা করবে এর জন্য সমাজের বিত্তবান ব্যাক্তিবর্গ সহ আপনাদের সবার সার্বিক সহযোগিতা কামনা করি। বিশেষ অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন-
জনাব জুবের অাহমদ, সদস্য, ১নং অালীনগর ইউপি
জনাব মৌলানা তাজুল ইসলাম, সাবেক ম্যানেজিং কমিটির সদস্য, ডি,এম, উচ্চ বিদ্যালয়।
জনাব অাফতাব উদ্দিন, সদস্য, ১নং অালীনগর ইউপি।
বক্তব্য রাখেন- মোঃ ফখরুল ইসলাম,মোঃঅাজিজুররহমান
মোঃ আফতাব উদ্দিন মোঃকাওছার আহমদ,মোঃ ফরহাদ অাহমদ প্রমুখ।
অনুষ্টানে পবিত্র কোরঅান তেলাওয়াত করেনঃ মোঃ রুহুল অামিন
উল্লেখ্য যে এই সংস্হা থেকে
ছাত্র/ছাত্রীকে ভর্তি সহায়তার জন্য অার্থিক অনুদান প্রদান করা হয় ও প্রাইমারী স্কলের ছাত্র/ছাত্রীদের স্কুল ব্যাগ প্রদান করা হয়।