ঢাকা , মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ৩০ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
আপডেট :
অন্তর্বর্তী সরকারকে বিপদে ফেলতেবিভিন্ন চক্রান্তে লিপ্ত আ’লীগ গ্রিন সিলেট ট্রাভেলসের আয়োজনে বাংলাদেশে পর্তুগাল দূতাবাস/কনসুলেট চেয়ে খোলা চিঠি স্বৈরাচার সরকার পতনের পর যুক্তরাজ্যে ফিরছেন সিলেট আওয়ামী লীগ নেতারা বিএনপি পর্তুগাল শাখার উদ্যোগে বিএনপির ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত! বন্যার্ত মানুষের ত্রান তহবিলের জন্যে ৬ লাখ পঞ্চাশ হাজার টাকা ঘোষণা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বেজা শাখার কর্মি সম্মেলন অনুষ্ঠিত বিমানের নতুন চেয়ারম্যান কুলাউড়ার আব্দুল মুয়ীদ চৌধুরী খালেদা জিয়ার সুস্থতা ও ২৪ কোটা আন্দোলনে শহীদদের রুহের মাগফেরাত কামনা দোয়া মাহফিল পর্তুগালে রাজনগর প্রবাসী ওয়েলফেয়ার সোসাইটির আত্মপ্রকাশ পর্তুগাল বিএনপি’র আয়োজনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্বরণে দোয়া ও মাহফিল সম্পন্ন বিমূর্ত সব মুর্হুতরা, আমার মা’য়ের সাথের শেষ শনিবার – শাহারুল কিবরিয়া

রাজশাহীতে বাইক রেস খেলতে গিয়ে নসিমনের ধাক্কায় এক স্কুল

শাহ আলমঃ
  • আপডেটের সময় : ১১:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জুন ২০১৯
  • / ৫৭০ টাইম ভিউ

শাহ আলমঃ রাজশাহীতে মটোরসাইকেল নিয়ে রেস খেলতে গিয়ে নসিমনের সাথে মুখো মুখি ধাক্কা খেয়ে বাইক আরহী জুবায়ের হোসেন অন্তর (১৭) নামের এক স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার রাত সাড়ে ৯ টার দিকে নগরীর কোর্ট স্টেসন থেকে দারুসা রাস্তায় সুতাহাটি নাম এলাকায় এ দূর্ঘটনা ঘটনা ঘটে। নিহত জুবায়ের হোসেন অন্তর (১৭) নগরীর হড়গ্রাম টেকনিকেল বিজনেস স্কুল এন্ড কলেজের দশম শ্রেণীর ছাত্র।

ঘটনা সূত্রে জানা গেছে, রোববার রাত সাড়ে ৯ টার দিকে আলীগঞ্জ পশ্চিম পাড়া এলাকার আলমঙ্গীর হোসেনের ছেলে জুবায়ের হোসেন অন্তর (১৭) একটি গ্লামার মটোরসাইকেল নিয়ে তার ফুপাত ভাই এর সাথে দারুসা রাস্তায় রেস শুরু করে। এসময় প্রচন্ড গতিতে দারুসা রাস্তার সুতাহাটি নামক এলাকায় পৌছালে দারুসা থেকে আসা একটি মুরগি ভর্তি নসিমনের সাথে মুখো মুখি ধাক্কা খেয়ে গুরুতর আহত হয় অন্তর। এসময় নসিমনে থাকা এক মুরগি ব্যবসায়ী আহত হয় ও অন্যরা নসিমন ফেলে পালিয়ে যায়।

এসময় স্থানিয়রা আহত অবস্থায় দুই জনকে দ্রুত উদ্ধার করে রামেক হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক অন্তর কে মৃত বলে ঘোষনা করে। নিহত অন্তরের মরদেহ ময়না তদন্ত শেষে সোমবার দুপুর ২ টার দিকে তার পরিবারের কাছে তার মরদেহ হস্তান্তর করে কাশিয়াডাংঙ্গা থানা পুলিশ। বিকেলে নিহতের মরদেহের জানাজা শেষে হড়গ্রাম জান্নাতুল ফেরদৌস গোরস্থানে দাফন করা হবে। এই ঘটনায় নিহতর পরিবারে বইছে শোকের ছায়া।

কাশিয়াডাংঙ্গা থানার ওসি মনসুর আলী আরিফ জানান, রোববার রাত সাড়ে ৯ টার দিকে কোর্টস্টেসন থেকে দারুসা পর্যন্ত বাইক নিয়ে অন্তর ও তার ফুপাত ভাই রেস শুরু করে।
তিনি বলেন, প্রচন্ড গতিনিয়ে দারুসা রাস্তার সুতাহাটি নামক এলাকায় একটি মুরগি ভর্তি নসিমনের সাথে ধাক্কা লেগে গুরুতর অহত হলে তাকে রামেক হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষনা করে অন্তর কে। ঘটনা স্থল থেকে পুলিশ নসিমন ও একটি বাইক উদ্ধার করে থানায় রাখা হয়েছে। সোমবার নিহতের মরদেহের ময়নাতদন্ত দুপুর তার পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি।

পোস্ট শেয়ার করুন

রাজশাহীতে বাইক রেস খেলতে গিয়ে নসিমনের ধাক্কায় এক স্কুল

আপডেটের সময় : ১১:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জুন ২০১৯

শাহ আলমঃ রাজশাহীতে মটোরসাইকেল নিয়ে রেস খেলতে গিয়ে নসিমনের সাথে মুখো মুখি ধাক্কা খেয়ে বাইক আরহী জুবায়ের হোসেন অন্তর (১৭) নামের এক স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার রাত সাড়ে ৯ টার দিকে নগরীর কোর্ট স্টেসন থেকে দারুসা রাস্তায় সুতাহাটি নাম এলাকায় এ দূর্ঘটনা ঘটনা ঘটে। নিহত জুবায়ের হোসেন অন্তর (১৭) নগরীর হড়গ্রাম টেকনিকেল বিজনেস স্কুল এন্ড কলেজের দশম শ্রেণীর ছাত্র।

ঘটনা সূত্রে জানা গেছে, রোববার রাত সাড়ে ৯ টার দিকে আলীগঞ্জ পশ্চিম পাড়া এলাকার আলমঙ্গীর হোসেনের ছেলে জুবায়ের হোসেন অন্তর (১৭) একটি গ্লামার মটোরসাইকেল নিয়ে তার ফুপাত ভাই এর সাথে দারুসা রাস্তায় রেস শুরু করে। এসময় প্রচন্ড গতিতে দারুসা রাস্তার সুতাহাটি নামক এলাকায় পৌছালে দারুসা থেকে আসা একটি মুরগি ভর্তি নসিমনের সাথে মুখো মুখি ধাক্কা খেয়ে গুরুতর আহত হয় অন্তর। এসময় নসিমনে থাকা এক মুরগি ব্যবসায়ী আহত হয় ও অন্যরা নসিমন ফেলে পালিয়ে যায়।

এসময় স্থানিয়রা আহত অবস্থায় দুই জনকে দ্রুত উদ্ধার করে রামেক হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক অন্তর কে মৃত বলে ঘোষনা করে। নিহত অন্তরের মরদেহ ময়না তদন্ত শেষে সোমবার দুপুর ২ টার দিকে তার পরিবারের কাছে তার মরদেহ হস্তান্তর করে কাশিয়াডাংঙ্গা থানা পুলিশ। বিকেলে নিহতের মরদেহের জানাজা শেষে হড়গ্রাম জান্নাতুল ফেরদৌস গোরস্থানে দাফন করা হবে। এই ঘটনায় নিহতর পরিবারে বইছে শোকের ছায়া।

কাশিয়াডাংঙ্গা থানার ওসি মনসুর আলী আরিফ জানান, রোববার রাত সাড়ে ৯ টার দিকে কোর্টস্টেসন থেকে দারুসা পর্যন্ত বাইক নিয়ে অন্তর ও তার ফুপাত ভাই রেস শুরু করে।
তিনি বলেন, প্রচন্ড গতিনিয়ে দারুসা রাস্তার সুতাহাটি নামক এলাকায় একটি মুরগি ভর্তি নসিমনের সাথে ধাক্কা লেগে গুরুতর অহত হলে তাকে রামেক হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষনা করে অন্তর কে। ঘটনা স্থল থেকে পুলিশ নসিমন ও একটি বাইক উদ্ধার করে থানায় রাখা হয়েছে। সোমবার নিহতের মরদেহের ময়নাতদন্ত দুপুর তার পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি।