রাজনীতির দুর্বৃত্তায়ন – মিসবাহউজ্জামান সোহেল
- আপডেটের সময় : ০৫:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২০
- / ৮২৩ টাইম ভিউ
রাজনীতির দুর্বৃত্তায়ন –
মিসবাহউজ্জামান সোহেল
ইদানিং আওয়ামীলীগের সমর্থক বা পোড়া খাওয়া কর্মীদের মুখ থেকে খুব হতাশার বাণী শুনছি | বিশেষ করে বাংলাদেশ ও আওয়ামীলীগের ভবিষ্যৎ নিয়ে উনারা খুব শঙ্খিত যা তাদের বিভিন্ন লিখনিতে প্রকাশ পায় | আমার অনেক অগ্রজ ও সহপাঠি আছেন যারা এরশাদ বিরোধী আন্দোলনে ছাত্র রাজনীতিতে হাতকড়ি হয়, তাদের মুখেই এই কথা গুলো বেশি শুনতে পাচ্ছি |
কথায় আছে, আপনি যা করবেন তার ফল আপনাকে ভোগ করতে হবে | ১/১১ পর মঈন-ফখরুদ্দিন ও আওয়ামীলীগের প্রথম এজেন্ডা হলো জিয়া পরিবার ও বিএনপি শেষ করা | এই এক এজেন্ডা নিয়েই গত এক যুগ ধরে আওয়ামী রাজত্ব চলছে | উন্নয়নের নামে চলছে লুটপাট আর তার অংশীদার টপ টু বটম | হাজার কোটি টাকা এখন কিছুইনা | প্রশাসনের পিওন এখন কোটি পতি, তার উপর বালিশ-পর্দা কেলেঙ্কারি, আরো কত কিছু ! সংবাদ মাধ্যম এখন হুকুমের গোলাম, তারপর যদি ভুল বশত কোনো ছোট খাটো দুর্নীতির খবর বের হয় সরকার সেটাকে ধরে বা বা নিতে চায় | এই সব চোনপুটির কাছ থেকে হাজার কোটি টাকা বের হয়ে আসে | হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়ে গেছে |
গত এক যুগ ধরে চলছে বিএনপি’র উপর স্ট্রীম রোলার, খুন গুম নিত্য দিনের সঙ্গী | বিএনপি করা নেতাকর্মীদের পরিবার গুলো পর্যন্ত বিপর্যস্ত | রাজনীতি বা দেশ পরিচালিনায় যে একটা শক্তিশালী বিরোধী দল প্রয়োজন সেটা আওয়ামীলীগ বুঝতে পারছেনা | তাই এখন নিজেরাই নিজেদের প্রতিপক্ষ হিসাবে দাঁড়িয়ে যাচ্ছে | বাংলাদেশ তথা দক্ষিণ এশিয়ার রাজনীতিতে বরাবর সরকার বিরোধী ভূমিকা সব সময় জনগণের মধ্যে কাজ করে | কিন্তু বাংলাদেশে এখন কথা বলার কোনো স্বাধীনতা নেই, অলিখিত একটা এক দলীয় শাসন চলছে |
আমলা ও প্রশাসনিক দাপটে ক্ষমতায় থাকা যায় কিন্তু সংগঠন তৈরী করা যায়না | স্বৈরাচার এরশাদ নয় বছর সব বিরোধী দলের উপর নির্যাতন চালিয়ে প্রশাসনিক ক্ষমতা বলে টিকে ছিল কিন্তু সংগঠন তৈরী করতে পারেনি | দেশীয় রাজনীতিতে একনাগাড়ে ক্ষমতায় থাকাও সংগঠনের জন্য ক্ষতিকর | সেই সাথে গত এক যুগ ধরে বিরোধী দল গুলোকে এমন ভাবে বেঁধে রাখা হয়েছে যেখানে সরকারি দলকে মাঠে নামার প্রয়োজন হয়নি | সেই সুবাধে এক যুগ ধরে আওয়ামীলীগ মাঠের রাজনীতিতে কোনো পরীক্ষা দেওয়ার প্রয়োজন হয়নি |
তাহলে কি বিএনপি শেষ করতে গিয়ে আওয়ামীলীগ নিজেই শেষ হয়ে যাচ্ছে ? বিএনপি’র কিন্তু হারাবার কিছু নেই, আওয়ামীলীগের কিন্তু হারাবার অনেক কিছু আছে ! তবে তৃণমূল ও পোড়া খাওয়া আওয়ামীলীগের নেতা কর্মীদের জন্য করুনা হয়, তারা চোখের সামনে তাদের প্রাচীনতম দলের নিঃশেষ হতে দেখছে | অন্যদিকে নব্য আওয়ামীলীগ ও হাইব্রীটদের চারিদিকে জয়জয়কার, তাদের কাছে শুধু হাজার হাজার কোটি টাকা |
রাজনীতির দুর্বৃত্তায়ন নতুন নয়, কিন্তু গত এক যুগ থেকে এটাকে প্রাতিষ্টানিক রূপ দেয়া হয়েছে | আওয়ামীলীগ ক্ষমতার মোহে অন্ধ হয়ে গেছে, চলে বলে কৌশলে ভোট ডাকাতি করে যে ভাবেই হোক ক্ষমতা চাই | আমরা জানতাম বন্যা ঘূর্ণিঝড় সহ বিভিন্ন মহামারীতে নিরাপদ থাকার জন্য মানুষ পশু পাখি জীব জন্তু একসাথে বাস করে | তখন কেউ কারো ক্ষতি করেনা | সারা বিশ্ব যখন করোনা ভাইরাস মহামারী নিয়ে হিম শিম খাচ্ছে তখন আমরা ভিন্ন ! আমরা করোনা সামগ্রী নিয়েও দুর্নীতি করছি, কি ভাবে মানুষ মেরে টাকা কামানো যায় সেই দান্ধা করছি | আমরা ভুলে গেছি এই মহামারীতে আমাদের যে কারো মৃত্যু হতে পারে | ইতিমধ্যে অনেকেই মারা গেছেন | তারপরও রাজনৈতিক, প্রশাসনিক, আমলাতান্ত্রিক দুর্বৃত্তায়ন চলছে |
শাহেদ, শামীম, পাপিয়ারা একদিনে তৈরী হয়নি ! এদের তৈরী ও লালন পালনে টপ টু বটম অংশীদার | এরা এক যুগের শাসনামলের ফসল | আপনারা জোর করে ক্ষমতা আঁকড়ে ধরেন, রাতে নির্বাচন করেন, আরো কয়েক যুগ ক্ষমতায় থাকেন | তারপর একদিন দেখবেন সব শেষ ।