ঢাকা , শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪, ২২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
আপডেট :
কুলাউড়া বিএনপির দীর্ঘ যুগ পর কোন্দলের অবসান। ঐক্যবদ্ধ হয়ে কাজ করার অঙ্গীকার আবু জাহেলদের ব্যার্থ গুপ্ত হত্যা পরিকল্পনার মধ্যে দিয়েই যেভাবে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হিজরত জীবনের শুরু হয় তারেক রহমানের উপস্থাপিত ৩১ দফা’র লিফলেট বিতরন করলো পর্তুগাল সেচ্চাসেবক দল ইতালির তরিনোতে জাকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে ব্রাম্মণবাড়ীয়া জেলা সমিতির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন আমাদের সার্বভৌমত্ব ও স্বাধীনতা নিয়ে ঝুঁকি তৈরি হলে আমরা সারা দুনিয়া জ্বালিয়ে দেব,মিলানের সেমিনারে বললেন পিনাকী ভট্রাচার্য পর্তুগাল জাসাস’র নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত অন্তর্বর্তী সরকারকে বিপদে ফেলতেবিভিন্ন চক্রান্তে লিপ্ত আ’লীগ গ্রিন সিলেট ট্রাভেলসের আয়োজনে বাংলাদেশে পর্তুগাল দূতাবাস/কনসুলেট চেয়ে খোলা চিঠি স্বৈরাচার সরকার পতনের পর যুক্তরাজ্যে ফিরছেন সিলেট আওয়ামী লীগ নেতারা বিএনপি পর্তুগাল শাখার উদ্যোগে বিএনপির ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত! বন্যার্ত মানুষের ত্রান তহবিলের জন্যে ৬ লাখ পঞ্চাশ হাজার টাকা ঘোষণা

রাজনীতির দুর্বৃত্তায়ন – মিসবাহউজ্জামান সোহেল

মিসবাহউজ্জামান সোহেল
  • আপডেটের সময় : ০৫:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২০
  • / ৮১৮ টাইম ভিউ

রাজনীতির দুর্বৃত্তায়ন –
মিসবাহউজ্জামান সোহেল
ইদানিং আওয়ামীলীগের সমর্থক বা পোড়া খাওয়া কর্মীদের মুখ থেকে খুব হতাশার বাণী শুনছি | বিশেষ করে বাংলাদেশ ও আওয়ামীলীগের ভবিষ্যৎ নিয়ে উনারা খুব শঙ্খিত যা তাদের বিভিন্ন লিখনিতে প্রকাশ পায় | আমার অনেক অগ্রজ ও সহপাঠি আছেন যারা এরশাদ বিরোধী আন্দোলনে ছাত্র রাজনীতিতে হাতকড়ি হয়, তাদের মুখেই এই কথা গুলো বেশি শুনতে পাচ্ছি |
কথায় আছে, আপনি যা করবেন তার ফল আপনাকে ভোগ করতে হবে | ১/১১ পর মঈন-ফখরুদ্দিন ও আওয়ামীলীগের প্রথম এজেন্ডা হলো জিয়া পরিবার ও বিএনপি শেষ করা | এই এক এজেন্ডা নিয়েই গত এক যুগ ধরে আওয়ামী রাজত্ব চলছে | উন্নয়নের নামে চলছে লুটপাট আর তার অংশীদার টপ টু বটম | হাজার কোটি টাকা এখন কিছুইনা | প্রশাসনের পিওন এখন কোটি পতি, তার উপর বালিশ-পর্দা কেলেঙ্কারি, আরো কত কিছু ! সংবাদ মাধ্যম এখন হুকুমের গোলাম, তারপর যদি ভুল বশত কোনো ছোট খাটো দুর্নীতির খবর বের হয় সরকার সেটাকে ধরে বা বা নিতে চায় | এই সব চোনপুটির কাছ থেকে হাজার কোটি টাকা বের হয়ে আসে | হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়ে গেছে |
গত এক যুগ ধরে চলছে বিএনপি’র উপর স্ট্রীম রোলার, খুন গুম নিত্য দিনের সঙ্গী | বিএনপি করা নেতাকর্মীদের পরিবার গুলো পর্যন্ত বিপর্যস্ত | রাজনীতি বা দেশ পরিচালিনায় যে একটা শক্তিশালী বিরোধী দল প্রয়োজন সেটা আওয়ামীলীগ বুঝতে পারছেনা | তাই এখন নিজেরাই নিজেদের প্রতিপক্ষ হিসাবে দাঁড়িয়ে যাচ্ছে | বাংলাদেশ তথা দক্ষিণ এশিয়ার রাজনীতিতে বরাবর সরকার বিরোধী ভূমিকা সব সময় জনগণের মধ্যে কাজ করে | কিন্তু বাংলাদেশে এখন কথা বলার কোনো স্বাধীনতা নেই, অলিখিত একটা এক দলীয় শাসন চলছে |
আমলা ও প্রশাসনিক দাপটে ক্ষমতায় থাকা যায় কিন্তু সংগঠন তৈরী করা যায়না | স্বৈরাচার এরশাদ নয় বছর সব বিরোধী দলের উপর নির্যাতন চালিয়ে প্রশাসনিক ক্ষমতা বলে টিকে ছিল কিন্তু সংগঠন তৈরী করতে পারেনি | দেশীয় রাজনীতিতে একনাগাড়ে ক্ষমতায় থাকাও সংগঠনের জন্য ক্ষতিকর | সেই সাথে গত এক যুগ ধরে বিরোধী দল গুলোকে এমন ভাবে বেঁধে রাখা হয়েছে যেখানে সরকারি দলকে মাঠে নামার প্রয়োজন হয়নি | সেই সুবাধে এক যুগ ধরে আওয়ামীলীগ মাঠের রাজনীতিতে কোনো পরীক্ষা দেওয়ার প্রয়োজন হয়নি |
তাহলে কি বিএনপি শেষ করতে গিয়ে আওয়ামীলীগ নিজেই শেষ হয়ে যাচ্ছে ? বিএনপি’র কিন্তু হারাবার কিছু নেই, আওয়ামীলীগের কিন্তু হারাবার অনেক কিছু আছে ! তবে তৃণমূল ও পোড়া খাওয়া আওয়ামীলীগের নেতা কর্মীদের জন্য করুনা হয়, তারা চোখের সামনে তাদের প্রাচীনতম দলের নিঃশেষ হতে দেখছে | অন্যদিকে নব্য আওয়ামীলীগ ও হাইব্রীটদের চারিদিকে জয়জয়কার, তাদের কাছে শুধু হাজার হাজার কোটি টাকা |
রাজনীতির দুর্বৃত্তায়ন নতুন নয়, কিন্তু গত এক যুগ থেকে এটাকে প্রাতিষ্টানিক রূপ দেয়া হয়েছে | আওয়ামীলীগ ক্ষমতার মোহে অন্ধ হয়ে গেছে, চলে বলে কৌশলে ভোট ডাকাতি করে যে ভাবেই হোক ক্ষমতা চাই | আমরা জানতাম বন্যা ঘূর্ণিঝড় সহ বিভিন্ন মহামারীতে নিরাপদ থাকার জন্য মানুষ পশু পাখি জীব জন্তু একসাথে বাস করে | তখন কেউ কারো ক্ষতি করেনা | সারা বিশ্ব যখন করোনা ভাইরাস মহামারী নিয়ে হিম শিম খাচ্ছে তখন আমরা ভিন্ন ! আমরা করোনা সামগ্রী নিয়েও দুর্নীতি করছি, কি ভাবে মানুষ মেরে টাকা কামানো যায় সেই দান্ধা করছি | আমরা ভুলে গেছি এই মহামারীতে আমাদের যে কারো মৃত্যু হতে পারে | ইতিমধ্যে অনেকেই মারা গেছেন | তারপরও রাজনৈতিক, প্রশাসনিক, আমলাতান্ত্রিক দুর্বৃত্তায়ন চলছে |
শাহেদ, শামীম, পাপিয়ারা একদিনে তৈরী হয়নি ! এদের তৈরী ও লালন পালনে টপ টু বটম অংশীদার | এরা এক যুগের শাসনামলের ফসল | আপনারা জোর করে ক্ষমতা আঁকড়ে ধরেন, রাতে নির্বাচন করেন, আরো কয়েক যুগ ক্ষমতায় থাকেন | তারপর একদিন দেখবেন সব শেষ ।

পোস্ট শেয়ার করুন

রাজনীতির দুর্বৃত্তায়ন – মিসবাহউজ্জামান সোহেল

আপডেটের সময় : ০৫:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২০

রাজনীতির দুর্বৃত্তায়ন –
মিসবাহউজ্জামান সোহেল
ইদানিং আওয়ামীলীগের সমর্থক বা পোড়া খাওয়া কর্মীদের মুখ থেকে খুব হতাশার বাণী শুনছি | বিশেষ করে বাংলাদেশ ও আওয়ামীলীগের ভবিষ্যৎ নিয়ে উনারা খুব শঙ্খিত যা তাদের বিভিন্ন লিখনিতে প্রকাশ পায় | আমার অনেক অগ্রজ ও সহপাঠি আছেন যারা এরশাদ বিরোধী আন্দোলনে ছাত্র রাজনীতিতে হাতকড়ি হয়, তাদের মুখেই এই কথা গুলো বেশি শুনতে পাচ্ছি |
কথায় আছে, আপনি যা করবেন তার ফল আপনাকে ভোগ করতে হবে | ১/১১ পর মঈন-ফখরুদ্দিন ও আওয়ামীলীগের প্রথম এজেন্ডা হলো জিয়া পরিবার ও বিএনপি শেষ করা | এই এক এজেন্ডা নিয়েই গত এক যুগ ধরে আওয়ামী রাজত্ব চলছে | উন্নয়নের নামে চলছে লুটপাট আর তার অংশীদার টপ টু বটম | হাজার কোটি টাকা এখন কিছুইনা | প্রশাসনের পিওন এখন কোটি পতি, তার উপর বালিশ-পর্দা কেলেঙ্কারি, আরো কত কিছু ! সংবাদ মাধ্যম এখন হুকুমের গোলাম, তারপর যদি ভুল বশত কোনো ছোট খাটো দুর্নীতির খবর বের হয় সরকার সেটাকে ধরে বা বা নিতে চায় | এই সব চোনপুটির কাছ থেকে হাজার কোটি টাকা বের হয়ে আসে | হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়ে গেছে |
গত এক যুগ ধরে চলছে বিএনপি’র উপর স্ট্রীম রোলার, খুন গুম নিত্য দিনের সঙ্গী | বিএনপি করা নেতাকর্মীদের পরিবার গুলো পর্যন্ত বিপর্যস্ত | রাজনীতি বা দেশ পরিচালিনায় যে একটা শক্তিশালী বিরোধী দল প্রয়োজন সেটা আওয়ামীলীগ বুঝতে পারছেনা | তাই এখন নিজেরাই নিজেদের প্রতিপক্ষ হিসাবে দাঁড়িয়ে যাচ্ছে | বাংলাদেশ তথা দক্ষিণ এশিয়ার রাজনীতিতে বরাবর সরকার বিরোধী ভূমিকা সব সময় জনগণের মধ্যে কাজ করে | কিন্তু বাংলাদেশে এখন কথা বলার কোনো স্বাধীনতা নেই, অলিখিত একটা এক দলীয় শাসন চলছে |
আমলা ও প্রশাসনিক দাপটে ক্ষমতায় থাকা যায় কিন্তু সংগঠন তৈরী করা যায়না | স্বৈরাচার এরশাদ নয় বছর সব বিরোধী দলের উপর নির্যাতন চালিয়ে প্রশাসনিক ক্ষমতা বলে টিকে ছিল কিন্তু সংগঠন তৈরী করতে পারেনি | দেশীয় রাজনীতিতে একনাগাড়ে ক্ষমতায় থাকাও সংগঠনের জন্য ক্ষতিকর | সেই সাথে গত এক যুগ ধরে বিরোধী দল গুলোকে এমন ভাবে বেঁধে রাখা হয়েছে যেখানে সরকারি দলকে মাঠে নামার প্রয়োজন হয়নি | সেই সুবাধে এক যুগ ধরে আওয়ামীলীগ মাঠের রাজনীতিতে কোনো পরীক্ষা দেওয়ার প্রয়োজন হয়নি |
তাহলে কি বিএনপি শেষ করতে গিয়ে আওয়ামীলীগ নিজেই শেষ হয়ে যাচ্ছে ? বিএনপি’র কিন্তু হারাবার কিছু নেই, আওয়ামীলীগের কিন্তু হারাবার অনেক কিছু আছে ! তবে তৃণমূল ও পোড়া খাওয়া আওয়ামীলীগের নেতা কর্মীদের জন্য করুনা হয়, তারা চোখের সামনে তাদের প্রাচীনতম দলের নিঃশেষ হতে দেখছে | অন্যদিকে নব্য আওয়ামীলীগ ও হাইব্রীটদের চারিদিকে জয়জয়কার, তাদের কাছে শুধু হাজার হাজার কোটি টাকা |
রাজনীতির দুর্বৃত্তায়ন নতুন নয়, কিন্তু গত এক যুগ থেকে এটাকে প্রাতিষ্টানিক রূপ দেয়া হয়েছে | আওয়ামীলীগ ক্ষমতার মোহে অন্ধ হয়ে গেছে, চলে বলে কৌশলে ভোট ডাকাতি করে যে ভাবেই হোক ক্ষমতা চাই | আমরা জানতাম বন্যা ঘূর্ণিঝড় সহ বিভিন্ন মহামারীতে নিরাপদ থাকার জন্য মানুষ পশু পাখি জীব জন্তু একসাথে বাস করে | তখন কেউ কারো ক্ষতি করেনা | সারা বিশ্ব যখন করোনা ভাইরাস মহামারী নিয়ে হিম শিম খাচ্ছে তখন আমরা ভিন্ন ! আমরা করোনা সামগ্রী নিয়েও দুর্নীতি করছি, কি ভাবে মানুষ মেরে টাকা কামানো যায় সেই দান্ধা করছি | আমরা ভুলে গেছি এই মহামারীতে আমাদের যে কারো মৃত্যু হতে পারে | ইতিমধ্যে অনেকেই মারা গেছেন | তারপরও রাজনৈতিক, প্রশাসনিক, আমলাতান্ত্রিক দুর্বৃত্তায়ন চলছে |
শাহেদ, শামীম, পাপিয়ারা একদিনে তৈরী হয়নি ! এদের তৈরী ও লালন পালনে টপ টু বটম অংশীদার | এরা এক যুগের শাসনামলের ফসল | আপনারা জোর করে ক্ষমতা আঁকড়ে ধরেন, রাতে নির্বাচন করেন, আরো কয়েক যুগ ক্ষমতায় থাকেন | তারপর একদিন দেখবেন সব শেষ ।