মৌলভীবাজারের রাজনগরে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির রাজনগর সাব-জোনাল অফিসের আয়োজনে গতকাল সোমবার সকাল ১১টায় স্থানীয় জেলা পরিষদ অডিটোরিয়ামে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুজ্জামান পাবেলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ারুল হক।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মুক্তিযুদ্ধা আছকির খান, রাজনগর কলেজের অধ্যক্ষ জিলাল উদ্দিন, রাজনগর থানার ওসি শ্যামল বণিক, মৌলানা মোফজ্জল হোসেন মহিলা কলেজের অধ্যক্ষ মো. ইকবাল, পল্লী বিদ্যুতের ডিজিএম মোহাম্মদ জাকির হোসেন, এজিএম ওবায়দুল হক।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ফয়ছল আহমদ, ইউপি চেয়ারম্যান মিলন বখত, টিপু খান, নজমুল হক সেলিম, সালেক মিয়া, নকুল চন্দ্র দাস, রাজনগর পল্লী বিদ্যুতের পরিচালক শাহেদুজ্জামান আনছারী মনাই, মনসুরনগর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ফরজান আহমদ, পল্লী বিদ্যুতের গ্রাহক আহমদউর রহমান ইমরান প্রমুখ।
সভায় বক্তারা বলেন, বারবার ট্রান্সফরমার চুরির ঘটনায় উপজেলাবাসী উদ্বেগ-উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন। বিভিন্ন এলাকায় স্থানীয়দের উদ্যোগে পাহারা দিয়েও চুরি বন্ধ করা যাচ্ছেনা। আবার ট্রান্সফরমার চুরি হলে নতুন ট্রান্সফরমার স্থাপনে গ্রাহকদের থেকেই টাকা আদায় করা হয়। ফলে গ্রাহকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে।
deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত
design and development by : http://webnewsdesign.com