রাজধানীতে ঈদ জামাত
- আপডেটের সময় : ০৪:০৭ অপরাহ্ন, রবিবার, ১৮ জুন ২০১৭
- / ১৩৪২ টাইম ভিউ
রাজধানীতে ঈদুল ফিতরের নামাজ সুষ্ঠুভাবে পরিচালনার জন্য স্থান নির্ধারণ করে দিয়েছে সিটি করপোরেশন। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের প্রতিটি ওয়ার্ডের নির্ধারিত জায়গায় ঈদ জামাত অনুষ্ঠিত হবে।
এবার ঢাকা দক্ষিণে জাতীয় ঈদগাহ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাঠসহ ২৩০টি এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩৬টি ওয়ার্ডের ১৮০টিসহ মোট ৪১০ স্থানে ঈদ জামাত অনুষ্ঠিত হবে।
শনিবার ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী আবুল হাসেম ও ডিএনসিসির সমাজকল্যাণ কর্মকর্তা মো. এনায়েত হোসেন এ তথ্য জানান।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রতিটি ওয়ার্ডে ৪টি করে ঈদ জামাত অনুষ্ঠিত হবে।
এছাড়া ওয়ার্ডের সবচেয়ে পরিচিত ও জনবহুল জায়গায় হবে এসব জামাত। কোথাও সিটি করপোরেশনের মাঠ, কোথাও স্কুলের মাঠ, কোথাও মসজিদ, মাদরাসার মাঠকে জামাতের জন্য বেছে নেয়া হয়েছে।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রতি ওয়ার্ডে ৫টি করে জামাত অনুষ্ঠিত হবে। এজন্য প্রত্যেক কাউন্সিলরকে দায়িত্ব দেয়া হয়েছে তার এলাকার ঈদ জামাত সুষ্ঠুভাবে যেন হয় সে ব্যবস্থা করতে। এবার বর্ষা মৌসুমে ঈদ হওয়ায় মুসল্লিরা যেন নির্বিঘ্নে নামাজ আদায় করতে পারেন সেজন্য বিশেষ শামিয়ানার ব্যবস্থা থাকছে।
এদিকে রাজধানীর প্রধান ঈদ জামাতের জন্য প্রস্তুত করা হচ্ছে জাতীয় ঈদগাহ। নারীদের জন্য থাকবে আলাদা জায়গা। জাতীয় ঈদগাহে একসঙ্গে ১ লাখ মুসল্লির নামাজ আদায়ের ব্যবস্থা করা হয়েছে। ইতিমধ্যে ঈদগাহ প্রস্তুত করতে কার্যক্রম শুরু করে দিয়েছে ডিএসসিসি।