রাঙামাটিতে পাহাড় ধসে ক্ষতিগ্রস্তদের দেখতে যাওয়ার পথে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়িবহরে হামলা চালানো হয়েছে। হামলায় মির্জা ফখরুল, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীসহ বিএনপির অন্তত পাঁচ নেতাকর্মী আহত হন বলে জানা গেছে।
চট্টগ্রামের রাঙ্গুনিয়ার ইছাখালীতে রোববার সকাল সাড়ে ১০টার দিকে ওই হামলা চালানো হয়। এসময় মির্জা ফখরুলের গাড়িবহরের কাচ ভাঙচুর করা হয়। মির্জা ফখরুল যে গাড়িতে ছিলেন সেই গাড়িতেও ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা।
বাংলাদেশ প্রতিদিনকে ঘটনার সত্যতা জানিয়েছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম। তিনিও মির্জা ফখরুলের গাড়িবহরের সঙ্গে ছিলেন। তিনি বলেন, হামলায় আমির খসরু মাহমুদ চৌধুরী গুরুতর আহত হয়েছেন। ভাঙচুরের সময় তার শরীরের বেশ কয়েকটি জায়গায় কাচের টুকরা ঢুকে গেছে।
deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত
design and development by : http://webnewsdesign.com