জুড়ী প্রতিনিধি : মৌলভীবাজারের জুড়ীতে এক্সেভেটরবাহী একটি ট্রাক নিয়ে বিকল্প সেতু ভেঙ্গে পড়ায় জুড়ী-ফুলতলা সড়ক যোাগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ঘটনাটি শুক্রবার রাত প্রায় ১১টায় ওই সড়কের কাপনাপাহাড় এলাকায় ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, জুড়ী-ফুলতলা সড়কের মেরামত কাজ চলমান। সেই সাথে ওই সড়কের পুরণো সকল সেতু নতুন করে নির্মাণ কাজ চলছে। যানচলাচলের সুবিধার্থে ওই সেতু গুলোর পাশে অস্থায়ী বিকল্প সেতু নির্মাণ করা হয়। রাস্তার কাজে ব্যবহৃত এক্সেভেটরবাহী একটি ট্রাক কাপনাপাহাড় এলাকার ওই সেতু পার হবার সময় ট্রাক নিয়ে সেতুটি ভেঙ্গে পড়ে। তখন থেকে এ সড়কে সবধরণের যান চলাচল বন্ধ রয়েছে।
deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত
design and development by : http://webnewsdesign.com