যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপন উপলক্ষ্যে কুলাউড়ায় মতবিনিময়
- আপডেটের সময় : ১০:৩৭ অপরাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০১৯
- / ৬৭৮ টাইম ভিউ
নিজস্ব প্রতিবেদক, কুলাউড়া :: আগামী ২৭ অক্টোবর জাতীয়তাবাদি যুবদলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপন উপলক্ষ্যে কুলাউড়ায় এক জরুরী সভার আয়োজন করা হয়েছে।
রবিবার (২০ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কুলাউড়া উপজেলা বিএনপির কার্যালয়ে এই সভার আয়োজন করা হয়। সভায় মৌলভীবাজার জেলা যুবদলের উদ্যোগে আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে সর্বাত্মক সহযোগীতার আশ্বাস প্রদান করেন বক্তারা।
মৌলভীবাজার জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও বর্তমান জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জ্বলের সভাপতিত্বে এবং কুলাউড়া উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও মৌলভীবাজার জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক কাওছার আহমদ নিপারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক এম এ মুহিত। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা যুবদলের সহ সভাপতি সালাম আহমদ জিতু, আব্দুল জলিল, মো. হারুনুর রশীদ (পৌর কাউন্সিলর), ১ম যুগ্ম সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লু, সাংগঠনিক সম্পাদক মোবারক হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, কুলাউড়া পৌর যুবদলের সাবেক আহ্বায়ক রাসেল আহমদ চৌধুরী (পৌর কাউন্সিলর)।
এসময় প্রতিষ্ঠাবার্ষিকী সফলের পক্ষে বিভিন্ন দিকনির্দেশনা তুলে ধরে বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও যুবদল নেতা আব্দুল মুহিত বাবলু, নির্মাণ শ্রমিক দলের সভাপতি মোক্তার আহমদ, পৌর ও কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ইমন, কুলাউড়া উপজেলা ছাত্রদলের সভাপতি এম ফয়েজ উদ্দিন, সিনি. সহ সভাপতি মুসা আহমদ সুয়েট, সহ সভাপতি শাকির আহমদ, সাধারণ সম্পাদক এম গিয়াস উদ্দিন মোল্লা প্রমুখ।
যুবদলের সভায় বিএনপির পক্ষ থেকে বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কমর উদ্দিন কমরু (ইউপি চেয়ারম্যান), দপ্তর সম্পাদক আব্দুল মুহিত সবুজ, যুব বিষয়ক সম্পাদক মঞ্জুরুল আলম চৌধুরী খোকন, ভাটেরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ রনি হাসান সালাম, বরমচাল ইউনিয়ন বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মো. কামাল হোসেন প্রমুখ।
এছাড়াও বক্তব্য রাখেন ভাটেরা ইউনিয়ন যুবদল নেতা ময়নুল ইসলাম ময়না, বরমচাল ইউনিয়ন যুবদল নেতা সাহেল খান, পৃথিমপাশা ইউনিয়ন যুবদল নেতা মঞ্জু আহমদ, কাদিপুর ইউনিয়ন যুবদল নেতা আমির বাবুল, ভুকশিমইল ইউনিয়ন যুবদল নেতা প্রভাষক জসীম উদ্দিন, জয়চন্ডি ইউনিয়ন যুবদল নেতা রাজন আহমদ ও বদরুল ইসলাম, কুলাউড়া সদর ইউনিয়ন যুবদল নেতা রাহেল আহমদ, ব্রাহ্মণবাজার ইউনিয়ন যুবদল নেতা মোস্তফা মাহমুদ, রাউৎগাঁও ইউনিয় যুবদল নেতা বিজয়, টিলাগাও ইউনিয়ন যুবদল নেতা আনহার হোসেন প্রমুখ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা যুবদল নেতা হুছনুল আমিন চৌধুরী ফাজু, উপজেলা যুবদল নেতা সৈয়দ আব্দুস সহিদ জুবের, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা, মুহিত আহমদ, যুগ্ম আহ্বায়ক আব্দুল কাইয়ুম মাজু, কলেজ ছাত্রদলের সিনি. যুগ্ম আহ্বায়ক সিপার আহমদ, যুগ্ম আহ্বায়ক বাছিত আহমদ, বরমচাল ইউনিয়ন ছাত্রদল নেতা কামরুল আমিন, আলমগীর হোসেন, রাসেল তালুকদার, নাহিদ আহমদ, সামির আহমদ প্রমুখ।