২৩ বছর আগের কথা। ১৯৯৬ সালে বাবা-মার হাত ধরে অভিবাসী হিসাবে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিলেন তিনি। তারপর অধ্যবসায়। সুযোগ পেয়েছিলেন সেদেশের সেনাবাহিনীতে।
সেখানে কঠোর পরিশ্রম দায়িত্বশীলতা আর অধ্যবসায়ের স্বাক্ষর রেখেছিলেন বৃহত্তর সিলেটের হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের উমরপুর গ্রামের কেরামত আলীর পুত্র ডাক্তার মনসুর আলী।
তারই পুরস্কার পেয়েছেন তিনি। সম্প্রতি তাকে যুক্তরাষ্ট্রের সেনবাহিনীর ক্যাপ্টেন থেকে মেজর পদে পদন্নোতি দিয়েছে ট্রাম্প প্রশাসন। বাংলাদেশী আমেরিকান হিসাবে এমন অর্জন নেই আর কারো।
৩ জুন টেক্সাসের ফোর্ট হুড আর্মি বেজের ডার্নাল আর্মি মেডিকেল সেন্টারে এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে মনসুর আলী ক্যাপ্টেন থেকে ইউএস আর্মির মেডিকেল কর্পস\\\’র মেজর হিসেবে পদোন্নতি লাভ করেন।
অনুষ্ঠানে তাকে শপথ বাক্য পাঠ করান কর্নেল এম ডি কিম ডিলিও। সাথে ছিলেন মেজর এন্ডারসন এম ডি, সার্জেন্ট টিটারলি প্রমুখ।
মেজর ডা. মনসুর আলীর সিরিমনিতে পরিবারের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন তার পিতা কেরামত আলী, স্ত্রী ফাহমিদা আলী ও ছেলে ইব্রাহীম আলী।
এদিকে ডা. মনসুর আলীর এমন অর্জনের সংবাদ চারদিকে ছড়িয়ে পড়লে যুক্তরাষ্ট্রের বাংলাদেশী কমিউনিটিতো বটে, এশিয়ান কমিউনিটির মধ্যেও আনন্দের ঢেউ ছড়িয়ে পড়ে।
চারদিক থেকে তাকে অভিনন্দন জানিয়ে সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ বার্তা পাঠাতে শুরু করেন যা এখনো অব্যাহত।
বাংলাদেশে এ সংবাদ জানার পর তার নিজের গ্রামসহ নবীগঞ্জ উপজেলা জুড়েও আনন্দের বন্যা বইছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত
design and development by : http://webnewsdesign.com